Connect with us
ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জিতল না কেউ, বাড়ল অপেক্ষা

Argentina vs Brazil u20
আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ। ছবি- সংগৃহীত

আজ সকালে আরও একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতিনিধিরা। যেখানে জিততে পারলেই শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে যেত দল। তবে এমন ম্যাচে জিততে পারলো না কেউ। ম্যাচ ড্র করে শিরোপার অপেক্ষা উভয় দল বাড়ালো আরেকটি ম্যাচ করে। অবশ্য টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আর্জেন্টিনার কাছেই ৬-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল।

ভেনেজুয়েলায় চলমান র‌য়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে ফাইনাল রাউন্ডের লড়াইয়ে সমানে সমান এগিয়ে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছিল তারা। আজ মুখোমুখি দেখায় জয় তুলে নিয়ে শিরোপার কাছে পৌঁছে যেতে চেয়েছিল উভয় দল।

তবে শেষ পর্যন্ত ম্যাচ সমাপ্ত হয়েছে ১-১ গোলের ড্রয়ে। এদিন ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলকে এগিয়ে দেন নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। এরপর বেশ কিছু আক্রমণ করেও সমতায় ফিরতে পারছিল না ব্রাজিল। তবে ম্যাচের ৭৮তম মিনিটে বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন রায়ান। এতে ম্যাচে সমতা ফেরে।


আরও পড়ুন:

» পবিত্র শবে বরাত নিয়ে বিপিএল দলগুলোর শুভেচ্ছা বার্তা

» পাকিস্তান-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৪ ফেব্রুয়ারি ২৫)


শেষ পর্যন্ত ম্যাচে আর কেউ গোল করতে না পারলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচ। আর এই ড্রয়ে ফাইনাল রাউন্ডে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল। সমান তিনটি করে ম্যাচ জেতায় তাদের মতোই ৯ পয়েন্ট রয়েছে আর্জেন্টিনার খাতায়ও। তবে গোল ব্যবধানে এগিয়ে জুনিয়র সেলেসাওরা। আর্জেন্টিনা প্রতিপক্ষ জালে সর্বোচ্চ ৮ গোল করলেও হজম করেছে ৫ গোল। অপরদিকে ব্রাজিল ৬ গোল দিয়ে হজম করেছে মাত্র ২ গোল।

এদিকে শেষ ম্যাচেও কিছুটা সুবিধা পাবে ব্রাজিল। কেননা তাদের পঞ্চম ম্যাচটি খেলা হবে চিলি অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। যারা ফাইনাল রাউন্ডে রয়েছে তালিকার তলানিতে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা অবস্থান করছে চতুর্থ স্থানে। টুর্নামেন্টের এই দুই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে কার হাতে উঠতে যাচ্ছে এবারের দক্ষিন আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপের শিরোপা। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী রোববার দিবাগত রাতে।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল