স্পেনের বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়েও সমতা টেনে ম্যাচ শেষ করেছে ব্রাজিল। শেষ দিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের পরাজয় এড়ান লুকাস পাকেতা। এই ম্যাচেও গোল করেছেন ১৭ বছরের তরুণ তুর্কি এন্ডরিক। ব্রাজিল-স্পেন প্রীতি ম্যাচ শেষ হয় ৩-৩ গোলের সমতায়।
গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে স্পেনের ঘরের মাঠে তাদের বিপক্ষে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই দলের পক্ষ থেকেই দেখা গেছে আক্রমণাত্মক ফুটবল। দারুন কিছু সেভ করে দলকে একাধিক বার বাঁচিয়েছেন উভয় দলের গোলরক্ষক।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াই চালায় দুদল। ঘরের মাঠে মাত্র ১২ মিনিটে লিড নিয়ে নেয় স্পেন। প্রতিপক্ষের বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রদ্রি। ম্যাচের ৩৬ মিনিটে দানি ওলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
ডি বক্সের মধ্যে ব্রাজিল রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেছেন ওলমো। এদিকে বিরতিতে যাওয়ার আগে স্পেনের গোলকিপার উনাই সিমনের ভুলে ব্যবধান কমিয়ে নেয় ব্রাজিল। ম্যাচের ৪০ মিনিটে সিমনের ভুল পাস পেয়ে সুযোগে বল প্রতিপক্ষের জালে জড়ান রদ্রিগো।
দ্বিতীয় আর্ধে চার পরিবর্তন নিয়ে ফের মাঠে নামে ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে এদিন মাঠে নামানো হয় আগের ম্যাচের জয়ের নায়ক এন্ডরিককে। আর নেমেই দলকে সমতায় ফেরান ১৭ বছর বয়সি এই ফুটবলার। কর্নার থেকে পাওয়া বল দারুন এক ভলি শটে জালে জড়ান এন্ডরিক।
ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ব্রাজিলের বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করা হলে পেনাল্টি পেয়ে যায় স্পেন। স্পট কিক থেকে গোল করে দলকে আরও একবার এগিয়ে নেন দানি ওলমো। এতে করে হারের শঙ্কা জাগে সেলেসাও শিবিরে।
তবে ম্যাচের যোগ করা মিনিটে আক্রমণে উঠে স্পেনের বক্সের মধ্যে ফাউলের শিকার হন ব্রাজিলের ফুটবলার। এতে করে ম্যাচে পুনরায় সমতা ফেরানোর সুযোগ পেয়ে যায় সফরকারীরা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলের সুযোগ কাজে লাগিয়েছে ব্রাজিল। লুকাস পাকেতার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।
আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে প্রথমে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে স্পেনের সঙ্গে ড্র করে ব্রাজিল।
আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় মুস্তাফিজদের
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এফএএস