তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক অপরিহার্য নাম। নিয়মিতই বল হাতে নাস্তানাবুদ করেন প্রতিপক্ষের ব্যাটারদের। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলে কিছুটা আড়ালেই রয়ে যায় তার কীর্তি। কখনো কখনো হারাতে হয় দলে জায়গা। তবে এবার সাকিব না থাকার সুযোগে নিজেকে পুরোপুরি মেলে ধরতে সক্ষম হয়েছেন তাইজুল ইসলাম।
ইনজুরির কারণে সাকিব এখন রয়েছেন জাতীয় দলের বাইরে। স্পিন এটাকে দলের অন্যতম সেরা ভরসার নাম এখন তাইজুল। সেই ভরসার প্রতিদান দিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে। দেখিয়ে যাচ্ছেন দ্বিতীয় টেস্টেও। সিলেট টেস্টে তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো ঘরের মাটিতে কিউইদের টেস্টে হারায় টাইগাররা।
সিলেট টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তাইজুল একাই নেন ১০ উইকেট। এমন অসাধারণ পারফরমেন্সের পর পুরস্কারটাও পেয়ে গেলেন হাতেনাতে। আইসিসির টেস্ট প্লেয়ার রেঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তাইজুলের।
টেস্ট বোলারদের মধ্যে রেঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ১৪ নম্বরে আছেন তাইজুল। টেস্টে এটি তার ক্যারিয়ার সেরা রেঙ্কিং। পাশাপাশি বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭০৮ রেটিং পয়েন্ট এখন তার। যেই রেকর্ডটি আগে ছিল সাকিব আল হাসানের ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে।
তবে রেঙ্কিংয়ের হিসাব করলে তাইজুলের ওপরের থাকবেন সাকিব আল হাসান। ২০১১ সালের নভেম্বরে টেস্ট বোলারদের তালিকায় বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ সপ্তম স্থানে উঠে এসেছিলেন তিনি।
আরও পড়ুন: মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মিরাজ
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এসএস/এসএ