প্রথমে হয়েছেন হিট আউট, পরে আবার হন রান আউট। এক বলে দুবার আউটের কাণ্ড ঘটান পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। তবুও তাকে মাঠ ছাড়তে হয়নি। সবাইকে অবাক করে ফিল্ড আম্পায়ার তাকে ‘নট আউট’ ঘোষণা করেন!
একই বলে দুবার আউট হয়েও বেঁচে যাওয়ার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে ক্রিকেট পাড়ায়। সবাইকে অবাক করে দেওয়া ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ভাইটালিটি টি-২০ ব্লাস্টের এক ম্যাচে।
কী ঘটেছিল?
টিম ইয়র্কশায়ারের হয়ে ব্যাট করছিলেন পাকিস্তানের ক্রিকেটার শান মাসুদ ও ইংলিশ ক্রিকেটার জো রুট। ম্যাচের ১৫তম ওভারে বল করছিলেন ল্যাঙ্কাশায়ারের জ্যাক ব্লেদারউইক। ওই ওভারে একটি বলে পেছনের দিকে স্কুপ করার চেষ্টা করেন মাসুদ। তবে শটটি খেলতে গিয়ে তার পা উইকেটে লেগে বেল পড়ে যায়।
ঠিক তখনই নন স্ট্রাইকে প্রান্তে থাকা রুট মুহূর্তেই রান নিতে দৌড়ন। তাকে দেখে মাসুদও ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন। ততক্ষণে অপরপ্রান্তে রান আউট করে দেন বোলার।
আরও পড়ুন:
» যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ে সেমির আশা বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
» ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
এরপর সবাইকে অবাক করে আম্পায়ার জানান, মাসুদকে মাঠ ছাড়তে হবে না, তিনি ‘নট আউট’। কেননা ব্লেদারউইক ‘নো বল’ করেছেন। এত প্রথমে অনেকটা অবাক হয়ে যান ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটারেরা। পরে আম্পায়ার তাদের বোঝান কেন এটি ‘নট আউট’।
A no-ball, hit-wicket, and run-out on the same ball. Still, the batsman survived. 🤯🤯🤯
Shan Masood is creating unexpected history. What a lucky man! 😭 #T20Blast #ShanMasood pic.twitter.com/NkAosFTa02
— Sann (@san_x_m) June 21, 2024
যা বলছে ক্রিকেটের নিয়ম?
এমসিসি-র ৩১.৭ ধারায় বলা আছে— কোনো ব্যাটার যদি নো বল ডাকার আগেই আউট হয়েছেন ভেবে ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন এর পর তিনি রান আউট হন তা হলে ফিল্ড আম্পায়ার নিজে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, ওই সময় ব্যাটার বিষয়টি বুঝতে পারেননি। আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার আগেই তিনি বেরিয়ে এসেছেন। মাসুদের ক্ষেত্রেও বিষয়টি এমন হয়েছে। এর ফলে বলটি ডেড ঘোষণা করেছেন আম্পায়ার। তাই একই বলে দুবার আউট হয়েও ‘নট আউট’ হন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এসএ