জার্মানির তরুণ তুর্কি জামাল মুসিয়ালা ও লিওনেল মেসির খেলার ধরনে বেশ মিল খুঁজে পাওয়া যায়। সেটা হওয়াটাও অস্বাভাবিক নয় কেননা মুসিয়ালার প্রিয় ফুটবলারও যে ফুটবলে সর্বজয়ী আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। বায়ার্ন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তাই সর্বকালের সেরা কে এমন প্রশ্নে মুসিয়ালার কাছে রোনালদো নয়, আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ‘সর্বকালের সেরা’।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, ছোট বেলা থেকেই মেসির খেলা দেখে ফুটবলের প্রেমে পড়েন তিনি। এছাড়া মেসির দেখাদেখি ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথাও জানান তিনি।
গত ১৫ বছর ধরে ফুটবল বিশ্ব শাসন করা দুই ফুটবলার হলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই দু’জন যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এ বিষয়ে দ্বিমত পোষণের লোক হয়তো পুরো গ্রহে একজনও খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয় দু’জনের মধ্যে সেরা কে এই প্রশ্নে! তখনই গোটা ফুটবল বিশ্ব যেন দু’ভাগে বিভক্ত হয়ে যায়। ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক-বর্তমান অনেক ফুটবলাররাই এই প্রশ্নের ব্যাখ্যা-বিশ্লেষণসহ উত্তর দিয়ে আসছেন। যদিও এই প্রশ্নের এখনো কোনো সমাধানে আসা সম্ভব হয়নি।
এই তর্ক-বিতর্কে এবার সামিল হলেন বায়ার্ন মিউনিখের জার্মান সেনসেশন জামাল মুসিয়ালা। সম্প্রতি বায়ার্ন মিউনিখকে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে মেসিকে বেছে নিয়েছেন জামাল। তিনি বলেন, ‘দু’জনই ফুটবলার হিসেবে দুর্দান্ত। তবে আমার কাছে সর্বকালের সেরা মেসি।’
ছোট বেলায় মেসির খেলা দেখে ফুটবল প্রীতি। তারপর তার ১০ নম্বর জার্সি পড়া দেখেও ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন থেকে তা এখন বাস্তবে ধরা দিয়েছে মুসিয়ালার কাছে।
এ প্রসঙ্গে ২১ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘ছোট বেলা থেকেই দেখে আসছি মেসিসহ অন্যান্য বড় বড় ফুটবলাররা ১০ নম্বর জার্সি পড়ে খেলে। তখন থেকেই এই জার্সি (১০ নম্বর) পড়াটা আমার কাছে স্বপ্ন ছিল। তবে মাঠে থাকলে এসব নিয়ে আমি কখনোই চিন্তা করি না। কারণ তখন মাথায় বাড়তি চাপ কাজ করতে পারে। আমি ধাপে ধাপে নিজের উন্নতি করতে চাই, বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখি।’
আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে কোপা খেলতে বড় ত্যাগ বরণ করলেন ফার্নান্দেজ
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এমএস/বিটি