Connect with us
ক্রিকেট

সাকিব নয়, রংপুরের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে সোহান

Shakib-Sohan
সাকিব নয় রংপুরের অধিনায়ক হতে পারেন সোহান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে সবার আগে অনুশীলনে নেমেছে আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। অনেকেই ভেবেছিলেন যে এবারে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব থাকবে সাকিব আল হাসানের কাঁধে। তবে তা নিশ্চিত না হলেও গুঞ্জন আছে, দলপতির গুরুদায়িত্ব নিজ কাঁধে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে রংপুরের অধিনায়ক করা হতে পারে।

তবে এই সিদ্ধান্তটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। তবে এ নিয়ে সোহান বলেন, সাকিবের নেতৃত্বে খেলতেই নাকি তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিপিএলকেই ঘিরেই ফের জাতীয় দলে ফেরার রাস্তা তৈরি করতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। নেটে অনুশীলনে বোলারদের একের পর এক চার-ছক্কা হাঁকাতে দেখা যায় সোহানকে। জাতীয় দলে আবারো ফিরে আসার প্রত্যয়ে নিজের সেরাটা নিংড়ে দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কারণ জাতীয় দলে এখনো নিজের জায়গাটা অপোক্ত সোহানের। থাকতে হয় যাওয়া-আসার মধ্যে। তাই জাতীয় দলে ফিরতে বিপিএলকে লক্ষ্য করেছেন সোহান।

আগামী ১৯ জানুয়ারী শুরু হতে যাওয়া বিপিএলের তিন মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বিপিএলে সেরা পারফরমারদের তাই আসন্ন বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার বড় সুযোগ রয়েছে। আর এই সুযোগের অপেক্ষাতেই রয়েছেন সোহান। শুধু বিশ্বকাপে নিজের জায়গা পাকাপোক্ত করাই নয়, বিপিএলে রংপুর রাইডার্সকেও শিরোপা জেতানোয় চোখ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

গণমাধ্যমকে সোহান বলেন, ‘বিপিএল মাঠে গড়াতে আর ৭-৮ দিন সময় আছে। তার আগে এখন দুই একটা নতুন জিনিস নিয়ে কাজ করছি। বিপিএল শুরু হতে হতেই আশা করি ছন্দ ফিরো পাবো। বিপিএল বেশ কিছু ভালো দল আছে এবার তবে রংপুর এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। সেক্ষেত্রে আমার কাছে গুরুত্বপূর্ণ দল আমার কাছ থেকে যা চায় সেটা আমি কতটুকু পূরণ করতে পারছি।’

বিগত আসরেও সাকিব রংপুরের দলপতির দায়িত্বে থাকলেও জানা গেছে এবার তিনি অধিনায়কত্ব নিতে চান না। নির্ভার হয়ে খেলার জন্যই নাকি সাকিবের এমন সিদ্ধান্ত গ্রহণ। তাই এবার সোহানকে অধিনায়ক করার সিদ্ধান্ত আসতে পারে। তবে তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর।

এ বিষয়ে সোহান বলেন, ‘আমি সাকিব ভাইয়ের অধিনায়কত্বে খেলতেই উপভোগ করি। অবশ্য টিম ম্যানেজমেন্ট এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। তবে দল আমার থেকে যতটুকু চায় আমি তা করার চেষ্টা করবো।’

এবারের আসরে সবগুলো দল নিজেদের প্র্যাক্টিস মাঠে অনুশীলন করবে। টুর্নামেন্টের আগে বাড়তি অনুশীলনের জন্য এমন ব্যবস্থাকে সাধুবাদ জানান সোহান।

সোহান বলেন, ‘বিপিএলের মত এত বড় টুর্নামেন্টের তিন-চার দিন আগে অনুশীলনে নেমে গোছানো প্রস্তুতি করা সম্ভব হয় না। এজন্য এবার আমরাও কিছুটা তাড়াতাড়ি শুরু করেছি। এবারের আসরের বেশির ভাগ দলই ভালো। তারাও সেভাবেই শুরু করেছে। এটা একটি পেশাদার দিকও। এতে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে।’

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সাউদির, দুইয়ে সাকিব 

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট