Connect with us
ক্রিকেট

তাইজুল নয় মাসসেরা নির্বাচিত হলেন কামিন্স

Not Taijul, but Cummins was chosen as the best of the month
ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কামিন্স। ছবি- সংগৃহীত

ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকার পরও শেষমেশ পারলেন না তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত মাস সেরার লড়াইয়ে হারতে হলো অজি অলরাউন্ডার প্যাট কামিন্সের কাছে। বাংলাদেশের তাইজুল এবং নিউজিল্যান্ডপর গ্লেন ফিলিপসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন প্যাট কামিন্স।

আর মাস সেরা নারী ক্রিকেটার হিসেবে ভারতের দীপ্তি শর্মার নাম ঘোষণা করা হয়। সেরা হওয়ার দৌড়ে দীপ্তি হারিয়েছেন তারই স্বদেশী জেমিমা রদ্রিগেজ ও জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গেকে।

ডিসেম্বরে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দূর্দান্ত বল করেছিলেন তাইজুল ইসলাম। তুলে নিয়েছিলেন ১৫ উইকেট। এর মধ্যে সিলেটের প্রথম ম্যাচে একাই ১০ উইকেট তুলে নিয়ে টাইগারদের ১৫০ রানের বিশাল হয়ে রেখেছিলেন মূখ্য ভূমিকা। মিরপুর টেস্টে দল হেরে গেলেও দুই ইনিংস মিলে মোট ৫ উইকেট নিয়েছিলেন। ফলে সেবার সিরিজ সেরার পুরস্কার উঠেছিল ৩১ বছর বয়সী এই বাঁ হাতি স্পিনারের হাতে।

আরেক প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস মিরপুর টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে কিউইদের ম্যাচ জিতিয়েছিলেন। বল হাতে ৩ উইকেটের সাথে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে ম্যাচজয়ী ৪০ রানের ইনিংস খেলেন। তবে অজি কাপ্তান যেন এদের দু’জনকেই ছাপিয়ে গেলেন। পার্থ টেস্টে কামিন্স ৩ উইকেট নিলেও মেলবোর্নে হওয়া বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই সমান ৫ টি করে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

মেলবোর্ন টেস্টে জুটি গড়ে যখন জয়পর আশায় মগ্ন পাকিস্তান, তখনই সেই জুটি ভেঙে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছিলেন কামিন্স। স্বীকৃতি পেয়ে এই বোলিং অলরাউন্ডারপর ক্ষুধা যেন আরও বেড়ে গেল, ‘গত বছর ক্রিকেটের সব সংস্করণেই আমরা দারুণ খেলেছি। পাজিস্তানের মত চ্যালেঞ্জিং দলকে হারিয়ে বছর শেষ করাটাও দারুণ ব্যাপার। এখন পর্যন্ত এই গ্রীষ্মে আনাদের যে ফলাফল তা নিয়ে আমরা খুশি। এখন আমাদেট অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড সফরের জন্য।’

আরও পড়ুন: সিলেটের নেতৃত্বে এবারেও থাকছেন মাশরাফি 

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট