ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ রাতেই ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, এবারের পুরস্কারটি উঠতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। তবে বিজয়ীর নাম ঘোষণার দিনে গুঞ্জন নতুন মোড় নিয়েছে।
স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি’অর। সেক্ষেত্রে এই পুরস্কারটি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ইএসপিএনের একটি প্রতিবেদন বলছে, প্যারিসে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে যোগ দিবেন না ভিনিসিয়ুস। এমনকি ফ্লোরেন্তিনো পেরেজ, কার্লো আনচেলত্তি, দানি কার্ভাহাল, জুড বোলিংহামসহ রিয়াল মাদ্রিদের কেউই এই অনুষ্ঠানে যোগ দিবেন না বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন:
» পুরোনো কোচ অস্কারের ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা
» টানা ব্যর্থতার পর দায়িত্ব হারালেন ম্যানইউর কোচ
সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট রয়েছে ভিনিসিয়ুসের। লস ব্লাঙ্কোসদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও সুপার কোপা ডি স্পানা জিতেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে তেমন সাফল্য পাননি।
অন্যদিকে রদ্রি ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছেন। সবশেষ মৌসুমে সিটিজেনদের জার্সিতে ১২ গোলের পাশাপাশি ১৫ অ্যাসিস্ট রয়েছে তার। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা তিনি। এছাড়া ২০২৪ ইউরোর শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন এই ২৮ বছর বয়সী তারকা।
আজ সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাটলেটে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি