পাকিস্তান পেস বোলিং ইউনিট বর্তমানে বিশ্বের অনত্যম সেরা। এবারের বিশ্বকাপে নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফদের আগুনে বোলিং দেখার অপেক্ষা করছিল ভক্তরা। কিন্তু এখনও ভক্তদের প্রত্যাশার প্রতিদান দিতে পারেনি তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো বল করলেও শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে সাদামাটা ছিল তাদের পার্ফমেন্স।
তাই পাকিস্তানের বোলারদের নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম অস্ট্রেলিয়া। তাদের নিয়ে তেমন বিশেষ কোনো পরিকল্পনা করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
আগামীকাল বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘পাকিস্তানের বোলারদের নিয়ে আমাদের তেমন কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। অবশ্য তাদের দলে এমন কয়েকজন বিশ্বমানের গতিময় বোলার আছে, যারা যেকোনো সময় বিপদ ঘটাতে পারে।’
বেঙ্গালুরুর মাঠে দুদলই রান পাবে বলেও মনে করেন তিনি, ‘এখানে পিচ সব সময়ই খুব ভালো। তাই এখানে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাড়াবে। আমি সাহস করে বলতে পারি এখানে হাই স্কোরিং ম্যাচ হবে।’
বিশ্বকাপে খুব একটা ভালো অবস্থানে নেই অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে তারা। আর ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ নম্বরে রয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমকে/এসএ