Connect with us
অন্যান্য

সবাইকে ছাড়িয়ে বিশাল রেকর্ড গড়লেন জকোভিচ

crifo Djokovic
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতে ট্রফিতে চুমু দিচ্ছেন জকোভিচ

টেনিসের শ্রেষ্ঠত্ব মানে গ্র্যান্ড স্ল্যাম। আর সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে একে একে সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় গেলেন সার্বিয়ান তারকার নোভাক জকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতে পুরুষ ও নারী একক মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক এই সার্বিয়ান তারকা।

রবিবার রাতে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউ এস ওপেন টেনিসের শিরোপা লড়াইয়ে প্রথম সেটে মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জকোভিচ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৭ বছরের মেদভেদেভ। এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে হাড্ডাহাড্ডি দ্বৈরথ হয় দুজনের।

এর আগে ২০২১ সালে এই রুশ প্রতিপক্ষের কাছেই ইউএস ওপেনের ফাইনালে হেরেছিলেন জোকার। তবে ৩৬ বছরের জকোভিচের অভিজ্ঞতার কাছে পরাস্ত হন মেদভেদেভ। হার মানেন ৭-৬ গেমে। জমজমাট ফাইনালের দাপুটে ম্যাচে জকোভিচ ৬-৩ গেমে জিতে নেন তৃতীয় সেট। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ইউএস ওপেনে তৃতীয় শিরোপা জয়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

আরও পড়ুন: ইতিহাস গড়ার কারিগর মারুফার জীবনের গল্প কাঁদাবে আপনাকে

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য