Connect with us
ক্রিকেট

এবার সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিসিবির তদন্ত কমিটি

Sakib al Hasan
সাকিব আল হাসান। ছবি - গুগল

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এমন ভরাডুবি দেশের ক্রিকেট ভক্তদের কাছে কিছুটা অপ্রত্যাশিতই ছিল। এ কারণেই বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেখানে বিসিবির তিন পরিচালক আকরাম খান, এনায়েত হোসেন সিরাজ ও মাহবুব আনামের উপর দায়িত্ব দেয়া হয়।

তদন্তের প্রয়োজনে কমিটির সদস্যরা একে একে সবার সঙ্গে বসলেও দলের অধিনায়ক সাকিবের সঙ্গে ব্যস্ততার কারণে বসা সম্ভব হয়নি। এবার তাই সাকিবের সঙ্গে বসতে আগামীকাল (সোমবার) সিলেট যাচ্ছেন তিন বোর্ড পরিচালক। আজ বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির অন্যতম সদস্য আকরাম খান।

তিনি বলেন, ‘তদন্তের ৯০ ভাগ কাজ আমরা মাসখানেক আগেই করে ফেলেছি। এরপর নিউজিল্যান্ড সফরের পর এখন বিপিএল নিয়ে ব্যস্ততা। তাই ২-১ জনের সাথে এখনও বসা হয়ে ওঠেনি। নির্বাচনের কারণে সাকিবও ব্যস্ত ছিল। কালই তাদের সাথে বসে রিপোর্ট দিয়ে দেবো। বিশ্বকাপের পারফরমেন্স থেকে ইতিবাচক ও নেতিবাচক দিক বের করা হবে। তারপর যত দ্রুত পারি তা বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও ২-১ জন এখনো বাকি আছে। এজন্যই আমরা কাল সিলেট যাচ্ছি।’

আকরাম খান আরও জানান, ‘বোর্ড সভায় তদন্তের রিপোর্ট নির্ধারিত হবে। আমাদের শুধু বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষন করার দায়িত্ব দেয়া হয়েছে। কোনটি ইতিবাচক বা নেতিবাচক ছিল সেটাই আমরা দেখবো। ইতিবাচক দিকগুলোর পরবর্তীতে যেন আর পুনরাবৃত্তি না ঘটে সাথে ইতিবাচক দিকগুলো নিয়েও কথা বলবো। এরপর বোর্ড থেকেই সিদ্ধান্ত আসবে কিভাবে আমাদের আগাতে হবে।’

আইসিসির ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থেকে বিশ্বকাপে পা রাখা সাকিব-মুশফিকদের নিয়ে বড় স্বপ্ন বুনেছিল ভক্ত-সমর্থকরা। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া দলটিকে অনেকেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দল হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু আসরে প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে ব্যর্থ হয় টাইগাররা। যদিও আসরের শুরুটা আফগানদের উড়িয়ে দিয়ে ভালো কিছুর আভাসই দিয়েছিল লাল-সবুজ বাহিনী।

কিন্তু এরপর থেকেই যেন সাগরের অথৈ জলে পড়ে যেন খাবি খেতে থাকে বাংলাদেশ দল। কূল কিনারা খুঁজে না পাওয়া দিশেহারা সাকিবরা টানা ছয় ম্যাচ হেরে বসে। কিন্তু সবচেয়ে বেশি সমালোচনায় পড়তে হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যাওয়ার পর। সব মিলিয়ে ৯ ম্যাচে ৭ হারের বিপরীতে ২ জয় নিয়ে টেবিলের আট নম্বরে থেকে আসরটি শেষ করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: টানা তিন জয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট