তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক তুলে নিয়েছেন শ্রীলঙ্কান বোলার নুয়ান থুসারা।মাথিশা পাথিরানার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই পেসার।
সিলেটে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৭৫ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা। ইনিংসের মাত্র চতুর্থ ওভারে এসেই তিন বলে তিনটি উইকেট তুলে নিয়েছেন থুসারা।
চতুর্থ ওভারের দ্বিতীয় বলে থুসারার প্রথম শিকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোল্ড করে শান্তকে প্যাভিলিয়নে পাঠানা থুসারা। পরেই বলেই তাওহীদ হৃদয়ের অফ স্টাম্প উপড়ে ফেলেন এই ডানহাতি পেসার।
এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা মাহমুদউল্লাহকেও পরের বলেই এলভিডব্লিউ আউট করে প্যাভিলিয়নে পাঠান। আর তাতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং।
পরের ওভারে এসে ওপেনার সৌম্য সরকারের উইকেটও তুলে নিয়েছেন থুসারা। এতে প্রায় নিশ্চিত হারের মুখে বাংলাদেশ।
আরও পড়ুন: প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের নতুন ইতিহাস
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এমটি