
বিশ্বের নাম্বার ওয়ান টেনিস কন্যা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জিতেছেন মিরা আন্দ্রিভা। ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর সবচেয়ে কম বয়সে এই শিরোপা জয়ে নতুন কীর্তি গড়েছেন রুশ টিনএজ তারকা।
মেয়েদের টেনিসে যুক্তরাষ্ট্রের কিংবদন্তী তারকা সেরেনা উইলিয়ামসের ১৯৯৯ সালে ইন্ডিয়ান ওয়েলস জেতার সময় বয়স ছিলো ১৭ বছর ২৮৩ দিন। সবচেয়ে কম বয়সে সেরেনার এই শিরোপা জয়ের কীর্তিতে ২৬ বছর পর ভাগ বসানোর সুযোগ পান ১৭ বছরের মিরা আন্দ্রিভা।

আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছেন মিরা আন্দ্রিভা
সোমবার ক্যালিফোর্নিয়ার ফাইনালে সেই স্বপ্ন নিয়ে র্যাংকিং-সেরা বেলারুশ তারকা আরিনা সাবেলেন্কার মোকাবেলা করেন রুশ টিনএজ কন্যা। শীর্ষ বাছাই সাবেলন্কা প্রথম সেট সহজেই ৬-২ গেমে জিতে এগিয়ে যান। এরপরই ঘুরে দাঁড়ান আন্দ্রিভা।
আরও পড়ুন:
» ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না মেসির, ছিটকে গিয়ে দিলেন বার্তা
» এবার সার্বিয়ায় ছাত্র আন্দোলন, সমর্থন দিলেন জোকোভিচ
গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা বেলারুশ তারকাকে দ্বিতীয় সেটে ৬-৪ আর তৃতীয় সেটে ৬-৩ গেমে হারিয়ে দেন। ১৭ বছর ৩০৯ দিন বয়সে ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতে নতুন কীর্তি গড়লেন আন্দ্রিভা।
সেমিফাইনালে বিশ্বের নাম্বার টু টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুইয়াতেককেও তিন সেটে হারিয়েছিলেন এই টিনএজার। ডব্লিউটিএ ১০০০ পর্যায়ে এটি তার টানা দ্বিতীয় শিরোপা। গত মাসের শেষ দিকে দুবাই ওপেন জেতেন আন্দ্রিভা।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৫/এজে
