Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে: টম লাথাম

ODI series against Bangladesh will be challenging: Tom Latham
টম লাথাম। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে উপলক্ষে আজ (শুক্রবার) সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজ জয়ের ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেন। পরে কিউই কাপ্তান টম লাথাম জানান, বাংলাদেশের বিপক্ষে তাদের চ্যালেঞ্জের কথা।

লাথাম বলেন, ‘দেশে এসে এখন নিজেদের কন্ডিশনে খেলতে পারবো ভেবে ভাল লাগছে। বাংলাদেশের বিপক্ষে গত কয়েক বছরে আমরা বেশ কয়েক বার এই কন্ডিশনে খেলেছি। অবশ্য ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, তাদের কিছু নতুন ক্রিকেটার আছেন যাদের বিপক্ষে আমাদের এখনও খেলার অভিজ্ঞতা হয়নি। বিষয়টা তাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। নিউজিল্যান্ড দলেও কিছু নিয়মিত মুখ বিশ্রাম পেয়েছে। কিন্তু বাকিদের জন্য এটি একটি মোক্ষম সুযোগ।’

নিউজিল্যান্ডের মাটিতে পেসাররা সাধারণত বেশি সহায়তা পেয়ে থাকেন। সেটাই যেন আবারও মনে করিয়ে দিলেন কিউই কাপ্তান, ‘আমাদের বোলারদের দিকে তাকালেই বুঝতে পারবেন প্রত্যেকের বলেই ভাল পেস এবং বাউন্স আছে। নিউজিল্যান্ডের উইকেটে এটি খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা ভাল সুইংও করাতে পারে।’

সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে লাথাম আরও বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনের চেয়ে এখানকার কন্ডিশন বেশ আলাদা। তাই এখানে আমাদের পরিকল্পনাও আলাদা হবে। আর যেহেতু আমরা কিছুদিন আগেই টেস্ট খেলে এসেছি তাই আমরা চেষ্টায় আছি দ্রুত মানিয়ে নেয়ার।’

অপর দিকে বাংলাদেশ দলপতি শান্তও ট্রফি উন্মোচন শেষে নিজেদের লক্ষ্যের কথা জানান, ‘আমাদের দলটা বেশ ভাল৷ ওয়ানডে সিরিজ জিততে আমাদের দল মুখিয়ে আছে। গত বছরেও এখানে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি। এবার আমাদের লক্ষ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেয়ার। জিততে পারলে বিষয়টা দারুণ হবে।’

‘শেষ ৬ বছরে নিয়মিত আমরা নিউজিল্যান্ড সফর করছি তবে এবারের অভিজ্ঞতাটা কিছুটা ভিন্ন। কিছুক্ষণ আগে বেশ দারুণভাবে তারা আমাদের স্বাগত জানিয়েছে, বিষয়টি ছেলেরা বেশ উপভোগ করেছে। আমরা প্রতিপক্ষের বেশির ভাগ প্লেয়ারকেই চিনি যদিও এবার কিছু নতুন প্লেয়ারও আছে। আমরা নতুনদের ফুটেজ নিয়ে মিটিংয়ে দেখেছি। ভাল মত পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারবো বলে আশা করছি।’

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আগে কিউই শিবিরে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট