Connect with us
ক্রিকেট

শান্তকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ তে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। সেই ব্যর্থতার গ্লানি মুছে ফেলারও সময় নাই বাংলাদেশের হাতে। এবার রওনা হতে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের মুখোমুখি হতে। সিরিজ শুরু আগামী ০৬ নভেম্বর থেকে। এরই মাঝে শঙ্কা জেগেছিল দলে সাকিব আল হাসানকে রাখা হবে কি না। সেই জল্পনারও অবসান হলো আজকে।

শান্ত কে অধিনায়ক করে আজ (শুক্রবার) ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেই সাকিবের নাম। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়ছেন পেসার নাহিদ রানা। এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে দলে ডাক পড়েছে সৌম্য সরকারের। জ্বরে ভুগতে থাকা লিটনকে বিশ্রামে পাঠিয়েছে বোর্ড। সম্প্রতি শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি আলোচনা হলেও এই সিরিজে তিনিই থাকছেন অধিনায়ক।

এদিকে সাকিব আল হাসানকে আফগানিস্তান সিরিজে পাওয়া যাবে না সেটা আগেই অনুমেয় ছিল। সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের কিছুটা আভাস দিয়েছিল। সে সময় বিসিবি সভাপতি বলেন, ‘আফগানিস্তান সিরিজে সাকিব নিজেই আগ্রহ দেখাচ্ছে না। কারণ সে খুব একটা প্র্যাকটিসের ভিতরে নেই। তাঁর কিছুটা মানসিক শান্তি দরকার। আমার মনে হয় তাঁকে কিছুটা সময় দেওয়া উচিত যাতে সে আরও ভালোভাবে দলে ফিরতে পারে। যখন সে দেশে আসতে পারছিল না তখন তার সাথে আমার কথা হয়েছে ২-১ বার। তাঁর খেলার সম্ভাবনা যে নাই বিষয়টা তেমন নয় তবে খেলার সম্ভবনা অনেক কম।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে আগামী ০৬ নভেম্বর থেকে। এদিন সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এছাড়াও আগামী ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি তে হোয়াইটওয়াশ। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে আবারও হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগানিস্তান সিরিজে। দেখা যাক বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড :

সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আরো পড়ুন : ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার কারণগুলো কী?

ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট