দুয়ারে কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে এবারের আসরের। আসন্ন এ বিশ্বকাপে বাংলাদেশের পূর্বনির্ধারিত অধিনায়ক ছিল তামিম ইকবাল।
কিন্ত ইঞ্জুরি তাকে ছিটকে দিলে নতুন নেতৃত্বভার যায় সাকিব আল হাসানের কাধে। এটা বাংলাদেশের সপ্তম বিশ্বকাপে অংশগ্রহণ।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছেন:
১৯৯৯ বিশ্বকাপ (আমিনুল ইসলাম বুলবুল) :
১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ ১৯৯৯ সালে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিশ্বকাপে অংশগ্রহণ করে টাইগাররা। তার নেতৃত্বে বাংলাদেশ মোট ৫ ম্যাচে খেলে । এর মধ্যে ২ ম্যাচে জয় ও ৩টিতে হেরে যায় বাংলাদেশ।
বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মত অংশ নিয়ে ওই আসরেই বিশ্বকে চমক দেখায় বাংলাদেশ। ৩১মে অনুষ্ঠিত বি গ্রুপের ম্যাচে পাকিস্তানের মতো শক্তিশালী পরাশক্তিকে ৬২ রানে হারিয়ে দেয় লাল-সবুজরা। ম্যাচটিতে খালেদ মাহমুদের বোলিং তোপে হার নিয়ে মাঠ ছাড়ে ওয়াসিম আকরামের দল। ওই আসরে পাকিস্তান অস্ট্রলিয়ায় বিপক্ষে ফাইনাল খেলে।
২০০৩ বিশ্বকাপ (খালেদ মাসুদ পাইলট) :
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটরক্ষক ও ডানহাতি ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তিনি বাংলাদেশের হয়ে নভেম্বর ২০০১ থেকে জুন ২০০৩ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে , পাইলটের নেতৃত্বে বাংলাদেশ ৬ ম্যাচে অংশগ্রহণ করে। যার মধ্য ৫ ম্যাচে পরাজিত হয়। বাকি ১ ম্যাচ পরিত্যক্ত হয়।এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ আসর। যেখানে কোন ম্যাচে জয় পায়নি বাংলাদেশ ।
২০০৭ বিশ্বকাপ (হাবিবুল বাশার সুমন) :
হাবিবুল বাশারের নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ। তিনি অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়েই অংশগ্রহণ করেন। যেখানে তামিম, সাকিব ও মুশফিকরা ছিল দলের হালের ক্রিকেটার। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় পায় বাংলাদেশ। যেখানে শক্তিশালী ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
সেদিন শেবাগ, শচীন, গাঙ্গুলি ও দ্রাবিড়রা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের সামনে। হাবিবুল বাশারের নেতৃত্বে নক আউট পর্বেও অংশগ্রহণ করে বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপ (সাকিব আল হাসান) :
ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে ২০১১ অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে অংশগ্রহণ করে বাংলাদেশ। তার নেতৃত্বে বাংলাদেশ ৬ ম্যাচে অংশগ্রহণ করে ৩ ম্যাচে জয় ও ৩ ম্যাচে পরাজিত হয়। জয় পেয়েছিল শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। শেষ দিকে নবম উইকেটের জুটিতে ও শফিউল ইসলামের ছোট্ট ক্যামিওতে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছিল বাংলাদেশ।
ওই আসরে অধিনায়ক সাকিব ব্যাট হাতে করেন ১৪২ রান ও বল হাতে নেন ৮ উইকেট।
২০১৫ বিশ্বকাপ (মাশরাফি বিন মুর্তজা) :
২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ । ২০১৫ বিশ্বকাপ ছিল বাংলাদেশ ক্রিকেটের নবজাগরণের মঞ্চ। এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে সফল বিশ্বকাপ ২০১৫ সালের বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে খেলে। বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য বাদ পড়তে হয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। রুবেলের আগুন জড়ানো বোলিংয়ে বাংলাদেশ তাদের হারায় ১৫ রানে।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ মোট ৭ ম্যাচে অংশগ্রহণ করে। যেখানে ৩ ম্যাচে জয় ও ৩ ম্যাচে পরাজিত হয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
২০১৯ বিশ্বকাপ (মাশরাফি বিন মুর্তজা) :
২য় বারের মতো বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে অংশগ্রহণ করে বাংলাদেশ। শুরুতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারালেও শেষটা সুন্দর করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ সুযোগ হাত ছাড়াতে হারতে হয়েছে বাংলাদেশকে। ২০১৯ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে ৯ ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশ। যেখানে ৩ ম্যাচে জয় ও ৫ ম্যাচে পরাজয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাকি ১ ম্যাচ বৃষ্টিতে পরিতাক্ত হয়।
এখন পর্যন্ত, মাশরাফিই বিশ্বকাপে বাংলাদশের সবচেয়ে সফল অধিনায়ক।
আসন্ন ২০২৩ বিশ্বকাপ (সাকিব আল হাসান) :
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে এর আগে ২০১১ সালে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব।
একেবারে তরুণ বয়সে সাকিবের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। এক যুগ পর এখন অনেক পরিপক্ক সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ দল।
ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৩৬ বছর বয়সী সাকিবের নেতৃত্বে খেলবে টাইগাররা। শুধুমাত্র বিশ্বকাপে নয়, আসন্ন এশিয়া কাপেও সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ-সৌম্য
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এইচআর/এসএ