Connect with us
ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপ : বাংলাদেশের স্বপ্নভঙ্গ, বাড়লো অপেক্ষা

Bangladesh women team
বাংলাদেশ নারী দল। ছবি- বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ রাতে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে সরাসরি ভারত বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা, এমনই ছিল সমীকরণ। তবে শেষ পর্যন্ত আর সেই সুযোগ কাজে লাগতে পারল না লাল সবুজের প্রতিনিধিরা। এদিন ৮ উইকেটে পরাজিত হয়ে সিরিজও হারল বাংলার মেয়েরা।

ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজ জিতে আসন্ন ভারত বিশ্বকাপের জন্য সরাসরি টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ দল, এমন লক্ষ্য নিয়েই গিয়েছিল নিগার সুলতানারা। তবে সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই সম্ভাবনা অনেকটা ফ্যাকাসে করে দেয় টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুন ঐতিহাসিক এক জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এতেই সকলে আশায় বুক বেঁধেছিল; সুযোগ আছে সরাসরি বিশ্বকাপ টিকিট অর্জন করার।

তবে শেষ সুযোগ আর কাজে লাগাতে পারলো না বাংলাদেশ। গতকাল সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। ছোট লক্ষ্য তারা করতে নেমে খুব একটা বিপাকে পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ১৩৫ বল হাতে রেখে বেশ সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে অপেক্ষা বাড়লো বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিতে খেলতে হবে বাছাই পর্ব।

আরও পড়ুন:

» জাতীয় দলে ফিরতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন সাব্বির

» নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়? বার্সা পরিচালকের যে ভবিষ্যদ্বাণী

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত নারীদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৬ দল। স্বাগতিক দেশসহ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে সপ্তম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে থাকা নিউজিল্যান্ড নারী দলের পয়েন্ট ২১। সমান সংখ্যক পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়ল বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে আজ জয় তুলে নিতে পারলেই নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার নারী দলকে টপকে পঞ্চম অবস্থানে উঠে আসতে পারতো বাংলাদেশ। এই ম্যাচটি সমাপ্ত হলো নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্র। যেখানে নিগার সুলতানা জ্যোতিদের শেষটা হলো কিছুটা হতাশায়। তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ এখনও রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

তবে সেই পথ খুব একটা সহজ হবে তা বলা যায় না। কেননা ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট আট দল। বাকি দুই স্পট এখনও রয়েছে বাকি। যার জন্য লড়াই করবে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো দল। এদিকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোরকার্ড–

বাংলাদেশ নারী দল: ১১৮/১০ (৪৩.৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ১২২/২ (২৭.৩ ওভার)

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট