
২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের ১৩তম আসরের। এছাড়া ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।
মঙ্গলবার (২৭ জুন) এ আসরের আয়োজক দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ সূচি প্রকাশ করে।
চূড়ান্ত এ সূচিতে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতের গুজরাটের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে উদ্বোধনী ও শিরোপা নির্ধারণী ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এছাড়া ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।
একনজরে চূড়ান্ত সূচি:

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছবি- আইসিসি
বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ:
সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের অভিনব ঘটনা। সোমবার ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়। এ ট্রফি বিশেষ প্রযুক্তিতে ভারতের গুজরাটের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করবে। আগামী ৫ অক্টোবর এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে।
আরও পড়ুন: মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, আগস্টে আসবে বাংলাদেশে
মহাশূন্য থেকে নেমে বিশ্বের ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি। পরে উদ্বোধনী ম্যাচের এক মাস আগে ট্রফি ফিরে যাবে স্বাগতিক দেশে।

মহাশূন্য ভ্রমণে বিশ্বকাপ ট্রফি। ছবি- আইসিসি
অপরদিকে বিশ্ব ভ্রমণে বাংলাদেশেও আসবে বিশ্বকাপ ট্রফি। আগামী ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশের দর্শকেরা বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দিতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৩/এসএ
