চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসর ওয়ানডে বিশ্বকাপ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রাইজমানির পরিমাণ ঘোষণা করেছে। টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলগুলোকে এক কোটি ডলার পুরুস্কার দেবে আইসিসি।
আসরে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৪০ লাখ ইউএস ডলার। গ্রুপপর্বের প্রতি ম্যাচে জয়ী দলের জন্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৪০ হাজার ডলার পুরস্কার। নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার করে।
এছাড়াও সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের জন্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি।
উল্লেখ্য, নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আরও পড়ুন : এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৩/এমএ