ইতিহাস গড়েছে স্পেন। নারীদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতেছে স্পেনের তরুণীরা। যার গোলে বিশ্বজয়, তার বাবাই ম্যাচ শেষে মারা গেছেন! আনন্দ-উল্লাসের ভিড় মিলিয়ে গেল মৃত্যুর শোকে।
বলছি স্পেন নারী দলের অধিনায়ক ওলগা কারমোনার কথা। ফাইনাল ম্যাচের ২৯ মিনিটে কারমোনার গোলের সুবাদে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা জয়ের পরেই দুঃসংবাদ পেলেন স্পেনের এই অধিনায়ক।
রবিবার সন্ধ্যায়ও ছিল শিরোপার লড়াই। রাতের বর্ণিল শিরোপা উৎসব। আর রাতের মধ্যভাগে ট্র্যাজেডি।
স্পেন ফাইনালে মাঠে নামার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন কারমোনার বাবা। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেওয়া বার্তায় জানিয়ে গিয়েছেন, মেয়ের জন্য গর্বিত তিনি। খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় পুরো দলের কাছে গোপন রাখা হয় মৃত্যুর খবর। অবশ্য মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন ওলগা।
ম্যাচ শেষ হলে তাকে দেওয়া হয় মৃত্যুর সংবাদ। কারমোনার বাবার মৃত্যুতে শোক জানিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন, ‘এমন গভীর কষ্টের সময়ে ওলগা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাসের অংশ।’
টুইটারে ওলগা জানিয়েছেন ‘কোনকিছু না জেনেই খেলা শুরুর আগে আমি আমার স্টার পেয়ে গিয়েছিলাম। বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলে আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।
আরও পড়ুন: মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেলো বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৩/এজে