চলমান অলিম্পিক গেমস ফুটবলে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। এতে ২০০৮ সালের পর প্রথমবারে মতো নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।
মঙ্গলবার (৩০ জুলাই)লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই চালিয়ে যায় দুই দল। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতি থেকে ফিরেই ইউক্রেনের জালে আঘাত হানে আর্জেন্টিনা। ম্যাচের ৪৭ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার অ্যাসিস্টে বল জালে পাঠান থিয়াগো আলমাদা।
ম্যাচের দ্বিতীয় গোলটি আসে যোগ করা সময়ে। বক্সের মাঝ প্রান্ত থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট করে প্রতিপক্ষের জাল কাঁপান উঠতি তারকা ক্লাউদিও এচেভেরি। এর ফলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়।
আরও পড়ুন:
» মাত্র ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে
» টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার উত্থান
ইউক্রেনের বিপক্ষে দাপুটে জয় পেলেও বি-গ্রুপের শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটের টিকিট কেটেছে নিকোলাস ওতামেন্ডির দল। এর ফলে কোয়ার্টার ফাইনালে গ্রুপ-এ এর চ্যাম্পিয়ন দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে আর্জেন্টিনা।
গ্রুপ-বি থেকে অপর একটি ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়েছে মরক্কো। ২ জয়ে আর্জেন্টিনার সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠেছে আশরাফ হাকিমির দল।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/বিটি