Connect with us
অলিম্পিক গেমস

মাদক-কাণ্ডে আটক অলিম্পিকের খেলোয়াড়

আটক অলিম্পিকের খেলোয়াড় ক্রেইগ। ছবি- সংগৃহীত

এবারের অলিম্পিক আসর বসেছে ফ্রান্সের শহর প্যারিসে। যেখানে অলিম্পিক চলাকালী বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের খেলোয়াড় টম ক্রেইগ। মাদক কিনার অভিযোগে তাকে আটক করে দেশটির প্রশাসন। যদিও শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ছাড়া পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম।

মূলত ক্রেইগের বিরুদ্ধে অভিযোগ তিনি গত মঙ্গলবার রাতে প্যারিসের রাস্তা থেকে কোকেইন কিনেছেন। তাই তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। যদিও পরের দিনই ছাড়া পান তিনি। তাকে অভিযুক্তও করা হয়নি। তার আগেই অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির বিবৃতিতে এক খেলোয়াড় গ্রেপ্তার হওয়ার কথা জানানো হয়।

ছাড়া পেয়ে সকলের কাছে ক্ষমা চান ক্রেইগ, ‘প্রথমত আমি সকলের কাছে ক্ষমা চাই গত ২৪ ঘণ্টায় আমি যা করেছি তার জন্য। আমি বড় ধরনের একটি ভুল করেছি যার দায়ভার সম্পূর্ণ আমার নিজের। আমার এমন কর্মকাণ্ড কখনই আমার পরিবার, সতীর্থ, বন্ধু, আমার খেলা কিংবা অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির মূল্যবোধকে প্রতিফলিত করে না।’

এদিকে একরাত পুলিশের হেফাজতে কাটানোর পর বুধবার বিকেলে ক্রেইগকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় কোন প্রকার জরিমানা করা হয়নি তাকে। ২৮ বছর বয়সী ক্রেইগ ২০২০ টোকিও অলিম্পিকে রূপা ও ২০২২ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্ট্রেলিয়া হকি দলের অংশ ছিলেন। গেল রোববার অলিম্পিকের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে পরাজিত হয় তার।

আরও পড়ুন: উয়েফা থেকে দুঃসংবাদ পেলেন মোরাতা ও রদ্রি

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস