প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচ হারলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে শেষ আটের লড়াইয়ে বেশ কঠিন প্রতিপক্ষের সম্মুখীনই হতে চলেছে আলভারেজ-ওতামেন্দিরা। যেখানে চলমান অলিম্পিকের স্বাগতিক দল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।
এখন থেকেই কোয়ার্টার ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে এই দুই দলের সমর্থকদের মধ্যে। আগামী শুক্রবার (০২ আগস্ট) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্সের মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ এর রানার্সআপ দল আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে চলছে বেশ আলোচনা। যেখানে কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সের বিপক্ষে বর্ণবাদী গান গেয়ে সমালোচনায় পড়েছে আলবিসিলেস্তে ফুটবলাররা। বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল ফ্রান্স। দুই দলের ভক্ত সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে বেড়েছে উত্তেজনা।
এবার সেই দুদল প্যারিস অলিম্পিক ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে হচ্ছে মুখোমুখি আর্জেন্টিনা এই নক আউট ম্যাচ ফ্রান্সের মাটিতে খেলবে তাদের বিপক্ষেই। যেখানে মাঠের গ্যালারিতে আধিপত্য থাকতে পারে ফরাসি দর্শকদের। এদিকে ফ্রান্সও সাম্প্রতিক সময়ে রয়েছে দারুন ছন্দে। তাই সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কিছুটা চাপেই থাকবে আর্জেন্টিনা বলা যায়।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩০ জুলাই)লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে আসরের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল আলভারেজরা। অবশ্যই এর পরের ম্যাচেই ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির উত্তরসূরীরা।
আরও পড়ুন: অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন ভারতের মনু
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এফএএস