ডিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ (সোমবার) তামিম ইকবালদের প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছে সাকিবদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে তার মাইলফলকের দিনে ৮ উইকেট নিয়ে নজর কেড়েছেন প্রাইম ব্যাংকের বোলার রেজাউর রেজা।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ২৭০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের হয়ে ৯৫ বলে ৮৫ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন জাকির হাসান। এছাড়া মুশফিক ৯৪ বলে ৭৮ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন।
শেখ জামালের হয়ে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। আর তাতেই নতুন এক মাইলফলক স্পর্শ করেন দেশের পোস্টারবয়। আব্দুর রাজ্জাক ও মাশরাফি মুর্তজার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এছাড়া শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও তাইবুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।
তবে সাকিবের এই কীর্তির দিনে বল হাতে নজর কেড়েছেন প্রাইম ব্যাংকের রেজাউর রেজা। ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শেখ জামালের ব্যাটারদের দাঁড়ানোর সুযোগ দেননি রাজা। তার একের পর এক আঘাতে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় সাকিব-সোহানরা।
৬.৩ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৮টি উইকেট শিকার করেন রাজা। এমন কীর্তি গড়ে রেকর্ড বুকে নিজের নাম লেখান এই ডানহাতি পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি কোনো বোলারদের মধ্যে এটাই সবচেয়ে সেরা বোলিং ফিগার।
প্রাইম ব্যাংকের হয়ে বাকী দুটি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। আর শেখ জামালের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁইয়েছেন কেবল দুজন ব্যাটার। ইয়াসির আলি সর্বোচ্চ ১৬ এবং সৈকত আলি ১২ রান করেছেন।
আরও পড়ুন: পাপন জানালেন, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত!
ক্রিফোস্পোর্টস/৬মে২৪/বিটি