কাতার বিশ্বকাপের আগে লিওনের মেসি বলেছিলের আর্জেন্টিনার হয়ে এটিই তার শেষ টুর্নামেন্ট৷ তবে ২২ বিশ্বকাপ জয়ের পর তিনি জানিয়েছিলেন, চ্যাম্পিয়নের জার্সি গায়ে জড়িয়ে আরও কিছুদিন খেলতে চান।
মেসি কাতার বিশ্বকাপের আগে ও পরে কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন না। তার এমন কথার ভিত্তিতে অনেকে মনে করেন আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখবেন এই ক্ষুদে জাদুকর।
এবার সব কল্পনার বাইরে ভিন্ন এক কথা জানিয়েছেন মেসি সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকো। লা নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাগলিয়াফিকো বলেন, একটি শর্ত পূরণ হলেই নাকি ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।
আর্জেন্টাইন এই লেফট ব্যাক জানিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা জিততে পারলেই নাকি ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি।
লা নেশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে তাগলিয়াফিকো বলেন, ‘২০২৬ বিশ্বকাপে যাওয়ার জন্য মেসির চাবিকাটি কী জানেন? আগামী বছরের কোপা আমেরিকা জেতা। আমরা যদি কাতারে বিশ্বকাপ না জিততাম, বিশ্বকাপের পরই মেসি অবসর নিত। বিশ্বকাপ জেতায় এখন সে দলের সঙ্গে খেলে যাওয়া উপভোগ করতে চান। ঠিক একইভাবে, আগামী কোপা আমেরিকা জিতলে খেলা চালিয়ে যাবেন তিনি।’
আরও পড়ুন: আর্জেন্টিনায় ফিরেই খুশির বার্তা দিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমএ