চমকে, ঝলকে, দুর্দান্ত ফর্মে এবারের আইপিএল সফর শেষ করেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় দেশে পৌঁছেছেন টাইগার পেসার। তার এই বিদায়ের দিনে ফিজে মুগ্ধ হয়ে আবেগী স্ট্যটাস দিয়েছে চেন্নাই সুপার কিংস টিম।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে কাল রাতে চেন্নাই লিখেছে, চমৎকার একটি যাত্রা ছিল। ইংরেজিতে বাক্যটি ছিল একরম- A MagniFizzient run in Yellove! 💛🙌। Swing on, Rahman! 🦁🥳। সেই সাথে চেন্নাইয়ের হ্যাশট্যাগ #WhistlePodu #Yellove 🦁💛যুক্ত করা ছিল।
আইপিএলের এবারের আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে খেলেছেন মুস্তাফিজ। ২ কোটি টাকায় চেন্নাইয়ে যান ফিজ। বিসিবির অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হয়েছে তাকে। গত ১ মে নিজের শেষ ম্যাচটি খেলে দেশে ফিরেছেন ফিজ।
সেই ফিজ চেন্নাইয়ের মনে এতোটাই জায়গা করে নিয়েছেন যে, MagniFizzient শব্দের মধ্যে মুস্তাফিজের ডাক নাম Fizz ফিজকে যুক্ত করেছে। সেই সঙ্গে তারা যে মুস্তাফিজের প্রতি আনন্দিত তাই লিখেছে, Swing on, Rahman!।
এদিকে এই স্ট্যাটাস লুফে নিয়েছেন ভক্তরা। দ্রুতই ভাইরাল হয়। রিয়্যাক্ট, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। ফিজকে শুভ কামনা জানান অনেকেই। আইপিএলে তাকে মিস করবেন এমনটাও বলেছেন অনেকে।
এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচে দল হারলেও বল হাতে দারুণ ছিলেন মুস্তাফিজ। চার ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না পেলেও মাত্র ২২ রান খরচ করেন তিনি। পাশাপাশি একটি মেডেন ওভারও করেন। যা এবারের আসরে প্রথম বিদেশি হিসেবে মেইডেন নিয়েছেন তিনি।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে থাকছেন মুস্তাফিজ। এজন্যই আইপিএলে তাকে ১ মে পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। যদিও প্রথম তিনটি টি-টোয়েন্টিতে থাকছেন না ফিজ। শেষ দুই ম্যাচে দলে ফিরতে পারেন তিনি।
চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪টি উইকেট শিকার করেছেন তিনি। এতে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। পাশাপাশি জশপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সমান ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন কাটার মাস্টার।
আরও পড়ুন: ভারতকে পাকিস্তানের মাটিতে খেলানোর জন্য নতুন প্রস্তাব পিসিবির
ক্রিফোস্পোর্টস/০৩মে২৪/এজে