কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ এমএলএস ক্লাব ন্যাশভিলের মুখোমুখি হয়েছিল লিও মেসির ইন্টার মায়ামি। ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রথমবারের মত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া ইন্টার মায়ামি। গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ দু’জনই।
এর আগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ন্যাশভিলের মাঠে খেলতে নেমে ২-২ গোলে ম্যাচটি শেষ হয়। হারতে বসা সে ম্যাচেও দ্বিতীয়ার্ধে গিয়ে মেসি-সুয়ারেজের রসায়নে পার পেয়েছিল ডেভিড বেকহামের মায়ামি। সে ম্যাচে দুই বন্ধুই গোলের দেখা পেয়েছিলেন। তারই যেন পুনরাবৃত্তি দেখা গেল আজকের ম্যাচে। ফিরতি লেগে ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ২৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি।
গোল করিয়ে ও করে শুরুতেই ম্যাচে আবারও যেন নিজের গুরুত্ব বুঝিয়ে দিলেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানানো পাস থেকে মায়ামিকে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে দেন সুয়ারেজ। ম্যাচের ২৩ মিনিটের সময়ে দিয়েগো গোমেজের এসিস্ট থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। আর এই গোলের মধ্য দিয়েই চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে মেসির বর্তমানে গোল সংখ্যা সমান ৫ টি ও এসিস্ট ৪ টি। আর ন্যাশভিলের বিপক্ষে গোলের মাধ্যমে টানা চার ম্যাচে ফুটবল মাঠে জালের দেখা পেলেন মেসি।
প্রথমার্ধ ২-০ তেই শেষ হয়। বিরতির মিনিট পাঁচেক পরই দলের অধিনায়ক মেসিকে মাঠ থেকে তুলে নেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। লিওর বদলি হিসেবে মাঠে আসা টেলরের দুর্দান্ত হেডে ব্যবধান ৩-০ করে ফেলে মায়ামি। ম্যাচের শেষ দিকে অবশ্য ন্যাশভিলের পক্ষে একমাত্র গোলটি করেন স্যাম সারিডিজ। ৯৩ মিনিটের গোলটি যদিও গোল ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।
ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে আসরের পরের রাউন্ড নিশ্চিত করেছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। গত মৌসুমেই লিও মেসির অসাধারণ নৈপুণ্যে ক্লাব ইতিহাসে প্রথমবারের মত লিগস কাপ ঘরে তুলেছিল মায়ামি, যেটা কি না দলটির প্রথম শিরোপা জয়ও। গত মৌসুমে লিগস কাপ জেতার পুরস্কারস্বরূপ এ মৌসুমে তারা কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আগামী বছর (২০২৫) ক্লাব বিশ্বকাপে খেলার মর্যাদা লাভ করবে।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১৬ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে। এরপর সামনের মাসের ২ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে দলটির।
আরও পড়ুন: হামজার ব্যাপারে ইতিবাচক বার্তা দিলেন বাফুফে সভাপতি
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/এমএস/এজে