সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটে যার নামটাই আলাদা একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় দলের দীর্ঘদিনের অধিনায়কত্ব করার পাশাপাশি বিভিন্ন লিগের দলেও দিয়েছেন নেতৃত্ব। বেড়েছে বয়স, কমেছে ধার, আছে সমালোচনাও। তবে সবকিছু ছাপিয়ে আবারও নেতৃত্ব উঠেছে সাকিবের কাঁধে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ওই টুর্নামেন্টে দল পেয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল মাঠে নামবে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। আসর শুরুর আগে সাকিবের কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে দলটি। অর্থাৎ আবারও নেতৃত্ব পেয়েছেন সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে লস অ্যাঞ্জেলস ওয়েভস জানিয়েছে তাদের ক্যাপ্টেনের কথা। ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ডালাসে ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়ক ঘোষণা করে দলটি।
আরও পড়ুন:
» নির্দিষ্ট কারো জন্য নয়, সবাইকে নিয়ে পরিকল্পনা জাহানারার
» শনিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ডকে হারাতে পারবে?
লস অ্যাঞ্জলস কাল স্থানীয় সময় সকাল ১০টায় মুখোমুখি হবে নিউইয়র্ক লায়ন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্বে থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এই টুর্নামেন্টে দল পেয়েছেন তামিম ইকবালও। সাকিব লস অ্যাঞ্জেলসে খেললেও তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে। টুর্নামেন্টে পার্টনার হিসেবে আছে রেড ক্রস। সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টের লাভকৃত সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে।
ক্রিফোস্পোর্টস/০৪অক্টোবর২৪/এজে