Connect with us
ফুটবল

একসময় খেলতেন বাবা, সেই ক্লাবে যোগ দিলেন জমজ দুই ছেলে

jack and tyler
ম্যানইউ লিজেন্ড ড্যারেন ফ্লেচারের দুই জমজ ছেলে জ্যাক ও টেইলর। ছবি- সংগৃহীত

ড্যারেন ফ্লেচার ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে খেলছেন ২০০’র বেশি ম্যাচ৷ ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ডিফেন্ডার হিসেবে ম্যানইউকে জিতিয়েছেন ৫টি প্রিমিয়ার লীগের শিরোপা। এবার ফ্লেচারের ক্লাবে নাম লেখালেন তারই যমজ দুই ছেলে-জ্যাক ও টেইলর। ক্লাব ফুটবলে যোগ দেওয়া যমজ ভাইয়ের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন তারাও৷

বাবা ড্যারেন ফ্লেচার ২০২০ সালে ফুটবল থেকে অবসর নিয়েছেন৷ কিন্তু তবুও মনে প্রাণে যেন ফুটবলে বেঁচে আছেন তিনি৷ মাঠের ফুটবলে আর খেলতে না পারলেও বর্তমানে কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ফ্লেচার।

ফ্লেচারের দুই ছেলে জ্যাক ও টেইলর ক্লাবে যোগ দিয়েছেন গত গ্রীষ্ম মৌসুমে। এরই মধ্যে ম্যানইউ বস এরিক টেন হাগের অধীনে প্রথম শ্রেণির বেশকিছু অনুশীলনে যোগ দিয়েছেন জ্যাক। অন্যটিকে চলতি মৌসুমে আরেক ছেলে টেইলরকে পাঠানো হয়েছে ম্যানইউ’র ছোটদের দলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে পোস্ট করে ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার খবর জানিয়েছেন তারা। সেই সঙ্গে বাবার ক্লাবে যোগ দিতে পেরে গর্ববোধ করছেন বলে জানান ১৭ বছর বয়সী যমজ দুই ভাই।

আরও পড়ুন: মেসির ১০ নম্বর জার্সিতে চোখ লামিন ইয়ামালের 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল