ব্যাটিং ব্যর্থতার কারণে সম্প্রতি ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেশের মাটিতেও ঘুরে দাঁড়াতে পারলেন না টাইগার ব্যাটাররা। মিরপুরের চেনা উইকেটেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি তারা। তবে তাইজুল ইসলামের ফাইফারে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।
এদিন ১৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচ করলেও উইকেট তুলে নিয়েছেন ৫টি। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবেও নাম লেখালেন।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তাইজুল ইসলাম। এ সময় সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠে এলে অনেক সাবলীলভাবেই উত্তর দেন এই অফ স্পিনার। তিনি বলেন, ‘ সাকিব ভাই নাই তাই তো? সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই এমনটা নয়। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা কিন্তু নিউজিল্যান্ডে বিপক্ষে টেস্ট জিতছি সাকিব ভাইকে ছাড়াই। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে, একজন যাবে। ১০,১৫, বড়জোর ২০ বছর খেলবে। এমনটাই হয়ে থাকে। তিনি অনেক বড় খেলোয়াড় ছিলেন এতে কোনো সন্দেহ নেই। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, সাকিব ভাইয়ের মত যেন আরেকজন আমাদের ক্রিকেটে আসে। এখন যারা আছে, তারাও যেন ভালো করে।’
বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন। এই মাইলফলক স্পর্শ করতে ৪৮ টি ম্যাচ লেগেছে তাইজুলের। তবুও ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই ‘আন সিং হিরো’ থেকে গেছেন বাঁহাতি স্পিনার। সাকিব থাকা অবস্থায় একাদশে জায়গায় পেতেন না তিনি। কেননা দলে দুজন অফ স্পিনারের দরকার নেই। ফলে তাইজুলের ম্যাচ খেলার সুযোগ খুবই কম হয়েছে। সবশেষ পাকিস্তান সফরেই যেন তিনি দলে থাকলেন সাকিবের বিকল্প হিসেবে।
উল্লেখ্য,মিরপুর টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে রেখে ৩৪ রানে লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলউইকেট হয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: মিরপুর টেস্ট : তাইজুলের কল্যাণে ৬ উইকেট নেই প্রোটিয়াদের
ক্রিফোস্পোর্টস/২১ অক্টোবর ২৪/এইচআই