Connect with us
ক্রিকেট

ব্যাটিংয়ে সাকিবের ফর্মে ফিরতে এক ইনিংসই যথেষ্ট : নির্বাচক হান্নান

Afghanistan vs New Zealand test wased way
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না চেনা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বল হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গেলেও ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পাড়ছেন না এই তারকা ক্রিকেটার। এবার সাকিবের অফ-ফর্ম নিয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার।

সম্প্রতি পাকিস্তান সিরিজে বল হাতে দলের জয়ে অবদান রেখেছিলেন সাকিব। তবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ তেমন কোন ভূমিকা রাখতে পারেননি এই টাইগার ক্রিকেটার। বর্তমানে যুক্তরাজ্যের কাউন্টি ক্রিকেট খেলছেন সাকিব। সেখানেও বোলিংয়ে দারুন পারফরম্যান্স দেখান তিনি। তবে যথারীতি ব্যর্থ হন ব্যাটিংয়ে।

এদিকে আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও রাখা হয়েছে সাকিব আল হাসানকে। দল ঘোষণার সময় বিসিবি নির্বাচক হান্নান সরকার জানান সাকিবের অফ-ফর্ম নিয়ে একদমই চিন্তিত নন তিনি। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সাকিবের ফর্মে ফিরতে একটি ভালো ইনিংসই যথেষ্ট।

হান্নান বলেন, ‘ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস সময়ের ব্যাপার।’

তিনি আরও মনে করেন সাকিব দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ‘সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই, চার, পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার। ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার।’

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট