বিপিএলের এবারের আসরে দুর্দান্ত সময় পার করছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে গড়ছেন নতুন নতুন রেকর্ড। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। আর তাতেই এক নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। বিপিএলে এক আসরে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ছক্কা। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলে তাওহীদ হৃদয়। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ১৪ ইনিংসে ২৪টি ছক্কা হাঁকিয়েছিলেন জাতীয় দলের এই ব্যাটার।
বুধবার (২২ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে হৃদয়ের রেকর্ড ভেঙে দেন তানজিদ। দলের হয়ে ৫৪ বলে খেলেন ৯০ রানের অপরাজিত ইনিংস। যেখানে ৩টি চারের পাশাপাশি ৭টি ছক্কার মার ছিল। আর তাতেই হৃদয়ের রেকর্ড ভেঙে এক আসরে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নিয়েছেন এই ওপেনার।
আরও পড়ুন:
» বিপিএলে নতুন রেকর্ড গড়ার পথে লিটন-তানজিদ জুটি
» বিপিএলে ঢাকার চমক, চিটাগংকে হারিয়ে টেবিলের চারে
অবশ্য এখন শুধু ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে ছোঁয়া বাকি তানজিদের। বাংলাদেশিদের মধ্যে তানজিদ শীর্ষে উঠে এলেও বিপিএলের ইতিহাসে এখনো শীর্ষে আছেন ক্রিস গেইল। টুর্নামেন্টটির এক আসরে ৪৭টি ছক্কা মেরেছেন এই ওপেনার। ২০১৭ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে এই কীর্তি গড়েন গেইল।
তবে গেইলকে ছাড়াতে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তানজিদকে। গেইলের চেয়ে এখনো ১৮ ছক্কা পিছিয়ে জাতীয় দলের এই ওপেনার। গ্রুপ পর্বে ঢাকার কেবল ২টি ম্যাচ বাকি রয়েছে।
এদিকে সর্বোচ্চ ছক্কার দিক থেকে এবারের বিপিএলে দুই নম্বরে আছেন খুশদিল শাহ। মাত্র ৬ ইনিংসে ২৩ ছক্কা হাঁকিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এছাড়া ইয়াসির আলী রাব্বি ৯ ইনিংসে ১৮টি, সাব্বির রহমান ৭ ইনিংসে ১৭টি এবং গ্রাহাম ক্লার্ক ৮ ইনিংসে ১৭ ছক্কা মেরেছেন।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি