দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব আসরটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ না করলেও আবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা।
কোন কোন দেশ সরাসরি খেলবে, আর কাদের পার হতে হবে বাছাই গণ্ডি। এছাড়া উদ্বোধনী আয়োজন কেমন হচ্ছে এ নিয়ে তৈরি হয়ে জানার আগ্রহ।
ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এ বিষয়ে প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের পর্দা নামলে প্রকাশ করা হবে।
এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ ম্যাচে মুখোমুখি হবে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
১০ দলের ৪৬ দিনের এ মহাজজ্ঞ চলবে ভারতের ১২টি শহরে। এ সময় মোট ৪৮টি ম্যাচ মাঠে গড়াবে।
সরাসরি অংশ নেবে আট দল:
স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
বাকি দুটি দল জায়গা পাবে বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে। জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ।