কানপুর থেকে এলো সুসংবাদ। বৃষ্টিতে দুই দিন ভেসে যাওয়ার পর আজ আবার খেলা মাঠে গড়িয়েছে। তবে খেলা মাঠে গড়ানোর পর বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। বড় শুরুর ইঙ্গিত দিয়েও ফিরে গেছেন লিটন দাস। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসানও। টাইগার শিবিরের ব্যাটিং লাইনের হাল ধরেছেন অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ।
এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান। মুমিনুল ৭৬ ও মিরাজ ৪ রানে
সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ৩৫ ওভারে ১০৭ রান থেকে শুরু হয় বাংলাদেশের ইনিংস। আর সকালের প্রথমটা ভারতই খানিক এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়। দিনের শুরুতে মুশফিকুর রহিমকে বোল্ড করেন বুমরাহ। ১১ রান করা মুশফিকের আউটের পর স্কোরকার্ড দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১১২।
আরও পড়ুন:
» যোগ করা সময়ে গোল হজম করে পয়েন্ট হারাল রিয়াল
» সাফের ফাইনালে বাংলাদেশ ম্যাচসহ আজকের খেলা (৩০ সেপ্টেম্বর ২৪)
এরপর ক্রিজে নেমে একটু ঝড় তোলেন লিটন। বুমরাহর একই ওভারে ৩টি চার মেরেছেন। অপর ব্যাটার মুমিনুল খেলেছেন প্রপার টেস্ট মেজাজে। তুলে নিয়েছেন ফিফটি। মাঝে মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আউট হয়েছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে। সাথে সাথেই রিভিউ নেন তিনি।
ড্রিংকস বিরতি শেষে মাঠে নেমেই ফিরে যান লিটন। ৩০ বলে ৩টি চারের সাহায্যে ১৩ রান করে ফিরে যান মোহাম্মদ সিরাজের শিকার হয়ে। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৭ বলে ২ চারের সাহায্যে মাত্র ৯ রান করে সাকিব ফিরে যান অশ্বিনের ঘূর্ণি ফাঁদে পড়ে। এরপর মুমিনুলকে সঙ্গ দিতে আসেন মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এজে