Connect with us
ফুটবল

তুরস্কের রাজনীতিতে ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে

Erdogan Ozil
ওজিলের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এরদোগান

ফুটবল বিশ্বে জনপ্রিয় এক তারকা মেসুত ওজিল। জার্মান জাতীয় দলের হয়ে খেলে জিতেছেন বিশ্বকাপও। সেই ওজিল এবার যোগ দিয়েছেন রাজনীতিতে। তবে তিনি রাজনীতি করবেন তুরস্কে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। ওই প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। এর আগে, ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল।

Ozil World Cup

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জিতেছিলেন ওজিল

এর আগে ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।


আরও পড়ুন:

» বার্সেলোনার পাশে বসলো রিয়াল, শিরোপা যাবে কার হাতে?

» এক ম্যাচ জিতেও যেভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ


অবসরের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন ওজিল। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।

Ozil Erdogan

এরদোগানের দলের হয়ে রাজনীতি করবেন ওজিল

২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল