এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই উত্তেজনা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান সিরিজ হয় না প্রায় ১২ বছর। এশিয়া কাপ-বিশ্বকাপ ছাড়া দেখা হয় না তাদের। আবারও এসেছে সেই সুযোগ। টেলিভিশনের পাশাপাশি এই খেলা উপভোগ করার সুযোগ রয়েছে মোবাইলেও। ব্যস্ত জীবনে তাই মিস করতে করা যাবে না এই খেলাটা।
টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন মোবাইল অ্যাপেও অনলাইনে দেখার সুযোগ থাকছে বিগ ম্যাচ। বাংলাদেশ থেকে র্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপে খেলা দেখা যাবে।
বাংলাদেশ থেকে গাজী টিভি এবং টি-স্পোর্টসে দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
আরও পড়ুন: এশিয়া কাপ: যে সমীকরণ সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এজে