Connect with us
ক্রিকেট

মুলতানে এগিয়ে পাকিস্তান, যে রেকর্ড গড়লে জিতবে ইংল্যান্ড

Pakistan vs England_2nd Test_Day 3
মুলতানে চালকের আসনে পাকিস্তান। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ঘরের মাঠে টেস্ট জয় থেকে বঞ্চিত পাকিস্তান। অবশেষে জয় হাতছানি দিচ্ছে স্বাগতিকদের। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে দলটি। এই টেস্ট জয়ে অনেকটাই এগিয়ে শান মাসুদের দল।

মুলতানে দ্বিতীয় ইনিংস শেষে ইংল্যান্ডকে ২৯৭ রানে টার্গেট দিয়েছে পাকিস্তান। তৃতীয় দিনের সমাপ্তির আগে ৩৬ রানে সফরকারীদের দুটি উইকেটে তুলে নিয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের জয়ের জন্য এখনো প্রয়োজন ২৮১ রান। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট।

তবে এই টেস্ট জিততে নতুন রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। এশিয়ার মাটিতে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ইংলিশদের। কিন্তু মুলতান টেস্টে টার্গেট ২৯৭ রান। তাই মুলতানে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নতুন রেকর্ড গড়তে হবে জো রুট-ওলি পোপদের।

আরও পড়ুন:

» সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

» ৪৬ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে যেসকল লজ্জার রেকর্ড গড়লো ভারত 

তবে এ রেকর্ড গড়া সহজ হবে না ইংলিশদের জন্য। মুলতানের স্পিনসহায়ক উইকেটে চতুর্থ দিনে ব্যাটারদের টিকে থাকা বেশ কঠিন হবে। কেননা তৃতীয় দিনেই পড়েছে ১৬ উইকেট, যার মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩টি।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের দশটি ও দ্বিতীয় ইনিংসের দুটি উইকেটও স্পিনাররাই নিয়েছেন। যেখানে সাজিদ খান মোট ৮টি এবং নোমান আলি ৪টি উইকেট শিকার করেছেন। তাই চতুর্থ দিনে তাদের সামনে ইংলিশ ব্যাটারদের টিকে থাকা অনেকটা কঠিন হবে।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৬ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৯১ রানে। ৭৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে আরো ২২১ রান যোগ করে স্বাগতিকরা। এতে টার্গেট দাঁড়ায় ২৯৭ রান।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট