Connect with us
ক্রিকেট

পাকিস্তান ও বাবর জ্বলে উঠবে, আত্মবিশ্বাস আমিরের

Muhammad amir talk about Pakistan team
পাকিস্তান দল নিয়ে আমিরের মন্তব্য। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসর শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো এরই মধ্যে সেরে নিচ্ছে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। শক্তিমত্তার বিচারে এগিয়ে আছে কারা, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। যেখানে আরও একবার উঠে এলো পাকিস্তান দলের কথা।

ঘরের মাঠে বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। যেখানে টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় তারা। তবে তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন প্রভাব ফেলবে না মনে করেন দলটির সাবেক পেসার মোহাম্মদ আমির।

পাকিস্তান দলের পাশাপাশি জ্বলে উঠবেন বাবর আজম, এমন বিশ্বাসও করেন তিনি। অবশ্য ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ত্রিদেশীয় সিরিজ খেলে খুব একটা সুবিধা করতে পারেননি। ধারাবাহিক ভাবে হয়েছেন ব্যর্থ। তবে আমির গেরান্টি দিয়ে রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান দল ও বাবর নিজে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট করে এই মোহাম্মদ আমির লিখেছেন, ‘উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।’

আরও পড়ুন:

» ডিপিএলে দলের মালিকানায় তামিমের সঙ্গে বরিশালের মালিক

» ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে?

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারে বাবরকে ব্যাটিং পজিশন পরিবর্তন না করার পরামর্শ দেন তিনি, ‘বাবরের শক্তির জায়গা ৩ নম্বর, ও জানে এ জায়গায় কীভাবে ইনিংসটা গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনারের সঙ্গে ওয়ানডে ও টেস্ট ওপেনারের ভূমিকার পার্থক্য আছে। এখানে প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা কাজ করতে হয়। প্রথম ১০ ওভারে আমাকে সুযোগ নিতে হবে। পরের ১০ ওভারে জুটি গড়তে হবে। ভূমিকা ভিন্ন। বাবর বড় খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় ওর ৩ নম্বরে ব্যাটিং করা উচিত।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতেই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। এতে করে দীর্ঘদিন পর দেশটিতে ফিরছে বৈশ্বিক টুর্নামেন্ট।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট