Connect with us
বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

Pakistan announced the T20 World Cup team
১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ছবি- সংগৃহীত

অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের সপ্তাহখানেক সময় বাকী থাকতে সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবার আজমের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে যেখানে রয়েছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমও। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন সাইম আইয়ুব, আজম খানসহ মোট ৪ ক্রিকেটার।

এর আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। তার মধ্য থেকেই ১৫ জনকে বাছাই করে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। তবে এই দলে থাকছে না কোনো রিজার্ভ ক্রিকেটার।

বিশ্বকাপ দল প্রসঙ্গে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটি অনেক প্রতিভাবান ও ভারসাম্যপূর্ণ। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই একসঙ্গে খেলে আসছেন এবং আগামী মাসে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।’

দীর্ঘদিন পর অবসর ভেঙে ফেরা আমির ও ইমাদ পাকিস্তানের সাম্প্রতিক সময়ে খেলা সিরিজগুলোতে ছিলেন। তাদেরকে আগে থেকেই বিশ্বকাপের ভাবনায় রেখেছিল পিসিবি। এছাড়া সাইম আইয়ুব, আজম খান ও আব্বাস আফ্রিদিসহ আরব আমিরাত থেকে পাকিস্তান জাতীয় দলে আসা উসমান খান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

আগামী ২ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ৭ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাবর আজমরা। এরপর ৯ জুন ভারত এবং ১২ ও ১৬ জুন যথাক্রমে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, শাদাব খান,সাইম আইয়ুব, আজম খান, ইমাদ ওয়াসিম,  ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in বিশ্বকাপ