Connect with us
ক্রিকেট

বাবর-শাহিনকে ছাড়ায় ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল পাকিস্তান

বাবর আজম এবং শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে পড়েছে কালো ছায়ার নজর। প্রতিনিয়তই অবনতির দিকে হাঁটছে বাবর-শাহিনরা। বাংলাদেশের বিপক্ষে হোয়াটওয়াশের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান।

ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম আর বল হাতেও ছন্দ হারিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। সাদা বলে নিজেকে মেলে ধরতে পারছেন না বাবর। ২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্ট হাফ সেঞ্চুরি করেননি এই ব্যাটার। অন্য দিকে যার গতি এবং সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটাররা ভয় পেত সেই শাহিন আফ্রিদিও ব্যর্থতার সাগরে তলিয়ে গেছেন।

চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংসে ৩৫ রান করেন। ২০২৩ সাল থেকে গত টেস্ট পর্যন্ত নয়টি টেস্টে বাবরের গড় ২১-এর ও কম। ২০১৯ সাল পাকিস্তানের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় আর দেখা যায়নি বাবরকে। এবার পাকিস্তান দল থেকে বাদ পড়লে আসন্ন কায়েদ-ই-আজম ট্রফিতে খেলতে পারেন তিনি। যদিও ইংল্যান্ডের কাছে হারের পর অধিনায়ক শান মাসুদ ঠিকই বাবরকে ‘পাকিস্তানের সেরা ব্যাটার’ বলে উল্লেখ করেছিলেন। কোচ জেসন গিলেস্পিও তাকে সাপোর্ট করেছেন।

আরও পড়ুন: আফগান অলরাউন্ডার এবার বরিশালের ঘরে

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটির মনে হয়েছে, জাতীয় দল থেকে কিছুদিন দূরে থাকলে সেটা বাবরের জন্যই উপকার হবে। কারণ তার রানে ফেরা জরুরি পাকিস্তানের জন্য।

শনিবার মুলতানে নতুন কমিটি দ্বিতীয়বারের মতো সভা করে। এ সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও তিন বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ পরামর্শক। এই সভায় বাবরের বিশ্রাম দেওয়ার বিষয়ে কথা হয়।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড:

শান মাসুদ, সৌউদ শাকিল, আমের জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সায়িম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আঘা, জাহিদ মেহমুদ।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট