Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে জয়খরা কাটালো পাকিস্তান

Pakistan won
পাকিস্তানের জয়। ছবি- ক্রিকইনফো

মুলতান টেস্টে আজ চতুর্থ দিন এসে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড। এতে করে দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছরের বেশি সময় পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ১৫২ রানে ইংলিশদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা।

এর আগে ঘরের মাটিতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল পাকিস্তান। এরপর দীর্ঘ অপেক্ষায় একাধিক বার অধিনায়ক পরিবর্তন করেও ১৩ ম্যাচে জয়ের মুখ দেখেনি স্বাগতিকরা। সাজিদ খান ও নোমান আলীর বোলিং ঘুর্ণিতে দিশেহারা হয়ে যায় ইংল্যান্ড।

এই ম্যাচে সাজিদ এবং নোমান দুইজন মিলেই তুলে নিয়েছেন ইংল্যান্ডের গোটা ২০ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ৭ উইকেটসহ মোট ৯ উইকেট শিকার করেছেন সাজিদ খান। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটসহ মোট ১১ উইকেট শিকার করেছেন নোমান আলী।

আরও পড়ুন:

» কোহলি ছাড়া এমন নজির ভারতের আর কোনো ব্যাটারের নেই!

» ২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়ে যা বললেন মেসি

» চোটের কারণে আর্জেন্টিনা শিবির থেকে ছিটকে গেলেন নিকোলাস

মুলতান টেস্টের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৬৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ইংল্যান্ড ২৯১ রান পর্যন্ত তুলতে পারে স্কোরবোর্ডে। ৭৫ রানের লিড নিয়ে দ্বিতীয় এলেন শুরু করা পাকিস্তান সংগ্রহ করে ২২১ রান। এতে করে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য পায় সফরকারীরা।

চ্যালেঞ্জিং টার্গেট পূরণ করতে নেমে ১৪৪ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে প্রায় ৩৪ ওভার ব্যাট করেছিল ইংল্যান্ড। যেখানে পুরো ইনিংস জুড়ে বল করেছেন কেবল পাকিস্তানের সাজিদ খান এবং নোমান আলী। এই দুই স্পিনারেই কুপোকাত হয়ে গেছে গোটা ইংলিশ ইনিংস।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট