আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট৷ চোটের কারণে চলতি নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেল পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান৷
অবশ্য শুধু নিউজিল্যান্ড সিরিজ নয়, পাকিস্তানের হয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরও মিস করতে পারেন তিনি। জানা গেছে, রিজওয়ানের চোট গুরুতর। তাকে চিকিৎসার জন্য ইংল্যান্ডেও পাঠানো হতে পারে৷
আপাতত দুই সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে রিজওয়ানকে। চিকিৎসকেরা আশা করছেন, জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন রিজওয়ান। তবে এখনো চিকিৎসকরা নিশ্চিত করে কিছু বলতে পারছে না৷
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান রিজওয়ান। পরে ব্যথায় কাতর হয়ে মাঠ ছেড়ে যান তিনি। মাঠ ছাড়া ২২ বলে ২৩ রান করেছিলেন তিনি। এমনকি ফিল্ডিংয়ের করার সময়ও তাঁকে দেখা যায়নি৷
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৯ ইনিংসে ব্যাট করে দ্রুততম তিন হাজার রানের মাইফলক স্পর্শ করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এ কারণে তাঁকে ‘টি-টোয়েন্টির ক্রিকেটের ব্র্যাডম্যান’ বলে অভিহিত করেছিলেন শাহীন শাহ আফ্রিদি।
তাই রিজওয়ানের না থাকা পাকিস্তানের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ অবশ্য রিজওয়ানের অনুপস্থিততে পাকিস্তানের উইকেটের পিছনে থাকবেন উসমান খান। রিজওয়ান সুস্থ না হওয়া পর্যন্ত উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন শাহীন আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/বিটি