Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট

Champions trophy and pcb logo
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘনিয়ে আসলেও এখনো ধোঁয়াশা কাটেনি এই টুর্নামেন্ট নিয়ে। মূলত পাকিস্তানের মাটিতে খেলতে যেতে ভারতের আপত্তির কারণে দেখা দিয়েছে যত সমস্যার। তবে বিভিন্নভাবে ভারত এবং আইসিসিকে মানিয়ে ঘরের মাঠেই বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছিল পাকিস্তান। তবে এবার বড় দুঃসংবাদ দেশটির ক্রিকেটে।

গতকাল সোমবার করাচির টিম হোটেলে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। যেখানে দেশটির জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া ক্রিকেটাররা অবস্থান করছিলেন। এতে ঘরোয়া এই নারী টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাঁচ নারী ক্রিকেটার।

এক বিবৃতি দিয়ে করাচি টিম হোটেলে লাগা এই আগুনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে তারা বলে, ‘সৌভাগ্যক্রমে, কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই পাঁচ খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’ 

এই টুর্নামেন্টের দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও, করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলার কারণে কোনো হোটেল খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা পিসিবি বলে, ‘প্রয়োজনীয় মানের প্রায় ১০০ কক্ষের বিকল্প থাকার জায়গার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’

আরও পড়ুন:

» বাংলাদেশ নারী ফুটবলের অবস্থান কোথায়, কতটা পিছিয়ে পুরুষরা?

» অ্যান্টিগায় হাসান মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশের ভালো প্রস্তুতি

জানা গেছে দ্রুত সময়ের মধ্যে ঘরোয়া এই টুর্নামেন্টটি শেষ করতে তাৎক্ষণিক সিদ্ধান্তে টুর্নামেন্টের সূচি কমিয়ে ফেলা হয়েছে। এদিকে নারীদের এই টুর্নামেন্টের বিষয়টি পিসিবি সামাল দিতে পারলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা পড়েছে দারুন বিপাকে। একেই নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল ভারত, যার পর এই ঘটনা ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে পাকিস্তান ক্রিকেটে।

পাকিস্তানের নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে। যদিও দেশটিতে খেলতে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় ভারত। আর আইসিসিকে চাপ দিয়ে টুর্নামেন্টে নিজেদের মাটিতেই ধরে রাখতে চাইছিল পাকিস্তান। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর আইসিসি ও ভারতের অবস্থান কী হবে তাই দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট