শনিবার নিজেদের বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। এতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনও টিকে থাকলো বাবর আজমের দলের। ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডিএল মেথডে ২১ রানে জিতে নেয়।
তবে দুর্দান্ত জয়ের পরদিনই জরিমানার মুখে পড়তে হচ্ছে বাবর-ফখরদের। ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তান তাদের শাস্তি মেনে নেয়ায় পরবর্তীতে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আজ (রবিবার) আইসিসি নিজেদের ওয়েবসাইটে জানায়, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের উপর এই শাস্তির রায় দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী স্লো-ওভার রেটের কারণে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা ধরা হয়। এক্ষেত্রে নির্ধারিত সময়ে পাকিস্তানের ২ ওভার গ্যাপ থাকায় তাদের জরিমানা ধরা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ।
গতকাল অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ টস হেরে শুরুতে ব্যাটিংয়ে আসে নিউজিল্যান্ড। কিছুটা ধীরগতির শুরু করলেও রাচিন রবীন্দ্রর ১০৮, উইলিয়ামসনের ৯৫ এবং বাকি ব্যাটসম্যানদের মাঝারি সংগ্রহে ৫০ ওভারে ৪০১ রানের সংগ্রহ পায় ব্ল্যাক ক্যাপসরা।
জবাবে কঠিন লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের শুরুটা মোটেই ভাল হয়নি। মাত্র ৪ করে সাজ ঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। এরপরই শুরু হয় ফখর-বাবরের তান্ডবলীলা। ফখর তুলে নেন বিশ্বমঞ্চে পাকিস্তানের ইতিহাসে দ্রুততম শতক। সাথে থাকা দলপতি বাবর আজমও নিজের অর্ধ শতক তুলে নিয়ে ফখরকে যোগ্য সঙ্গই দিয়ে গেছেন।
২৫.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২০০ রান তোলে ‘৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই বৃষ্টি হানা দিলে ম্যাচ পরে আর মাঠে গড়ানো সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানে ম্যাচ জিতে নেয় ইমরান খানের উত্তরসূরীরা।
রাউন্ড রবিন পর্বে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। সেমিতে যেতে সেই ম্যাচে ইংলিশদের হারানোর সাথে সাথে আফগানিস্তান এবং শ্রীলংকার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে বাবর-রিজওয়ানদের।
আরও পড়ুন: বেঙ্গালুরুর বৃষ্টি আর ফখরের ঝড়ে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৩/এমএস/এসএ