আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শুরুতে বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান দল। দলের অন্যতম ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব ইনজুরির কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান কেপটাউন টেস্ট ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গোড়ালিতে মারাত্মক চোট পান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে সাইমের এমন চোট পাকিস্তান দলের জন্য বড় দুঃসংবাদ হয়ে এলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে জানা গেছে, সাইম আইয়ুবের ডান পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়েছে। তার চোটের অবস্থা এতটাই গুরুতর যে তাকে কেপটাউনের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে এমআরআই রিপোর্টে দেখা যায়, তার গোড়ালির চোট সারতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।পিসিবি তার ইনজুরির রিপোর্ট লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাইম পুরোপুরি ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম দিনেই ইনজুরিতে পড়েন সাইম। ম্যাচের সপ্তম ওভারে প্রোটিয়া ব্যাটসম্যান রায়ান রিকেলটনের শট ডিপ থার্ড বাউন্ডারির দিকে ছুটে যায়। বলটি বাউন্ডারি পার হওয়া থেকে রক্ষা করতে দৌড়ে যান সাইম। তবে বল থামানোর পর গতি কমাতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।তৎক্ষণাৎ ফিজিও এসে তার পা পরীক্ষা করেন এবং মাঠ থেকে সরিয়ে নেন। পরবর্তীতে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ইনজুরির পর সাইমের চোখে পানি দেখে বোঝা যাচ্ছিল চোটটি বেশ গুরুতর।
বর্তমান সময়ে সাইম আইয়ুব পাকিস্তান দলে সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার। তার ব্যাটিং এবং অলরাউন্ড পারফরম্যান্স পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে বড় অবদান রেখেছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে তার ইনজুরি পাকিস্তানের জন্য বড় ধাক্কা।
দলের অধিনায়ক শান মাসুদ ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ইতিমধ্যেই সাইমের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাইমকে ছাড়া পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপ ‘এ’তে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড।এই টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। তবে হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে, যেখানে ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান আরও দুটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে। জানুয়ারির শেষদিকে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে।এই দুটি সিরিজেও সাইম আইয়ুবকে পাচ্ছে না পাকিস্তান। এ সময় দলের নির্বাচকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সাইমের বদলি হিসেবে উপযুক্ত একজন খেলোয়াড় খুঁজে বের করা। বিশেষ করে তার জায়গায় নতুন কারো অভিষেক ঘটলে দলকে সমন্বয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
পিসিবি জানিয়েছে, সাইম আইয়ুবের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। তবে মাঠে ফিরতে তার কতটা সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসকরা মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি চোট সারিয়ে তুললেও, ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হয়ে উঠতে তাকে আরও সময় লাগতে পারে।পিসিবির চিকিৎসা বিভাগের প্রধান বলেছেন, ‘সাইমের ইনজুরির ধরন খুবই জটিল। তাকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো না চললে চোট আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়, বিপদে পাকিস্তান
» হলান্ডের জোড়া গোলে ৬৭ দিন পর সিটির জোড়া জয়
সাইম আইয়ুবের চোটের কারণে পাকিস্তান দল বিকল্প পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আব্দুল্লাহ শফিককে তার পরিবর্তে মাঠে নামিয়েছে। শফিকের পারফরম্যান্সও ইতিবাচক হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জায়গা পেতে পারেন।
অন্যদিকে, পাকিস্তানের নির্বাচক কমিটি তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। বাবর আজম নিজেও জানিয়েছেন, ‘দলের যেকোনো সদস্যের ইনজুরি আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের হাতে বিকল্প খেলোয়াড় রয়েছে। আমরা চেষ্টা করব, তরুণরা যেন তাদের প্রতিভা দিয়ে এই শূন্যতা পূরণ করতে পারে।’
সাইম আইয়ুবের ইনজুরি পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা হলেও ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন নয়। এখন সমর্থকরা তাকিয়ে আছেন পাকিস্তান দল এই শূন্যতা কীভাবে পূরণ করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারে। তবে সাইমের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার অপেক্ষায় থাকবে পাকিস্তান ক্রিকেট ফ্যান।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/আইআর/এফএএস