Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে বড় সুখবর পেল পাকিস্তান

Pakistan Team
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডগড়া জয় পেয়েছে স্বাগতিকরা। নিজেদের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো সাড়ে তিনশ রান টপকে জয় তুলে নিয়েছে পাকিস্তান। আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে ম্যান ইন গ্রিনরা।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে দলের তালিকায় একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে পাকিস্তান। বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ১১১।

পাকিস্তান পেছনে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চলমান শ্রীলঙ্কা সফরের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে হেরে ২ পয়েন্ট খুইয়েছে তারা। তবে একধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্টও পাকিস্তানের সমান ১১১।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

» যে কারণে আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে ভারত। সম্প্রতি ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছে টিম ইন্ডিয়া। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১১৯।

এদিকে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে নিউজিল্যান্ড। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে কিউইরা। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা, ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা, ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সাতে ইংল্যান্ড এবং ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আটে আফগানিস্তান।

এছাড়া গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে কাছে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। ৮১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে টিম টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট