ভারত বিশ্বকাপে ভরাডুবির পর আবারো মাঠে ফিরছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়েই বাইশ গজে ফিরছে বাবর-রিজওয়ানরা। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলবে পাকিস্তান।
আসন্ন টেস্ট সিরিজিকে কেন্দ্র করে সোমবার (২০ নভেম্বর) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইম আইয়ুব ও পেসার খুররম। তবে ফাহিম আশরাফ৷ মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম দলে ফিরলেও রাখা হয়নি হারিস রউফকে।
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বোর্ডে অনেক পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ এবং পরবর্তীতে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। এছাড়া পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে প্রথমবার দল ঘোষণা করলেন সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ।
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর চাপের মুখে ক্রিকেটের তিন ফরমেটের নেতৃত্ব থেকেই সরে দাড়ান বাবর আজম। গুঞ্জন উঠেছিল পাকিস্তান দলেও রাখা হবেনা তাকে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দলে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।
আগামী ১৪ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টটি খেলবে পাকিস্তান। এরপর ২৬ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩ জানুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে নতুন নেতৃত্বে আসা শান মাসুদের দলটি।
পাকিস্তান টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আমির জামাল, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম,সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
আরও পড়ুন: ভারতীয় সমর্থকের ঘৃণার শিকার ট্রাভিস হেডের পরিবার
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এমটি