Connect with us
অলিম্পিক গেমস

অলিম্পিকে এই দিনটির জন্য ৪০ বছর অপেক্ষা করেছে পাকিস্তান

পাকিস্তানকে সোনা জেতালেন নাদিম। ছবি- সংগৃহীত

টোকিও অলিম্পিকে ভারতের নীরাজ চোপড়ার কাছে হেরে স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙেছিল আরশাদ নাদিমের। এবার সেই নীরাজকে হারিয়েই প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন পাকিস্তানের নাদিম। আর এতে করেই পাকিস্তানি হিসেবে অনন্য এক রেকর্ড গড়েন তিনি। প্রায় ৪০ বছর পর পাকিস্তানকে স্বর্ণজয়ের স্বাদ দিয়েছেন নাদিম।

গতকাল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জ্যাভেলিন থ্রো ইভেন্টে দেখা মেলে নীরাজ ও নাদিম তথা ভারত-পাকিস্তানের দৈরথ। যেখানে নীরাজকে পেছনে ফেলে অলিম্পিকের স্বর্ণ জয় করেছেন নাদিম। এর আগে পাকিস্তানের দুটি স্বর্ণপদক থাকলেও সেগুলো ছিল দলীয় ইভেন্টে। তাই একক ইভেন্ট বা ব্যক্তিগত হিসেবে এটি পাকিস্তানের প্রথম স্বর্ণপদকের ইতিহাস।

এদিন সর্বোচ্চ দূরত্বে জ্যাভলিন থ্রো করার রেকর্ড গড়েই পদক জিতেছেন নাদিম। ছয়বারের চেষ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে মারেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল নরওয়ের থ্রোয়ার আন্দ্রেয়াস থরকিলদসেনের। ২০০৮ বেইজিং অলিম্পিকে সর্বোচ্চ ৯০.৫৭ মিটার দূরত্বে ছুঁড়ে মারার রেকর্ড করেছিলেন তিনি।

তবে ফাইনালে তার প্রতিপক্ষ নীরাজ চোপড়া ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে হতাশ করেছেন ভারতীয় সমর্থকদের। তিনি জিতেছেন রুপা এদিকে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেনাডার পিটারস অ্যান্ডারসন। তিনা ৮৮.৫৪ মিটার দূরত্বে ছুড়েছিলেন জ্যাভলিন। গেল টোকিও অলিম্পিক আসরে নাদিমকে হারিয়েই স্বর্ণ জয় করেছিলেন নীরাজ।

এর আগে ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পাকিস্তানকে স্বর্ণ এনে দিয়েছিল হকি দল। স্বর্ণসহ এখন পর্যন্ত পাকিস্তানের ঝুলিতে রয়েছে ১১টি পদক। সবশেষ ১৯৯২ সালের বার্সেলোনা গেমসে পাকিস্তানকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিল সেই হকি দল। একক অর্জনের দিক থেকে ১৯৮৮ সালে সর্বশেষ সিয়োল অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন বক্সার হুসেন শাহ।

আরও পড়ুন: শাহীন আফ্রিদি উন্মোচন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস