আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করে দিয়েছে দলগুলো। বিশ্বকাপের আগে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত এখন দলগুলো। পিছিয়ে নেই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। বৈশ্বিক আসরের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি সারবে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের মন্তব্য, যে কোন সময়ের চেয়ে এবারের বিশ্বকাপ জিততে অনেক বেশি আত্মবিশ্বাসী তারা।
টি-টোয়েন্টির বৈশ্বিক আসর শুরু হতে আর এক মাসও বাকি নেই। বিশ্বকাপ দল নিয়েই এবার কথা বললেন পাকিস্তান অধিনায়ক। সঙ্গে বিশ্বকাপে তাদের লক্ষ্য সম্পর্কেও প্রত্যাশার জানান তিনি। অতীতের সব সমালোচনা ও নেতিবাচকতাকে পাশ ঠেলে ১৪ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে চান ম্যান ইন গ্রিন কাপ্তান।
সংবাদমাধ্যমকে বাবর আজম বলেন, ‘আগে যা হয়েছে সেটা এখন অতীত। ওসব নিয়ে আমরা কিছু ভাবছি না। যে কোন টুর্নামেন্টেই আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমাদের লক্ষ্য সব সময় এটাই ছিল। এবারের শিরোপা জয়ের ব্যাপারে আমরা দ্বিগুণ আত্মবিশ্বাসী। আমার দলের খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস, বিশ্বকাপে আমরা সেরা খেলাটাই খেলতে পারবো।’
বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে তাই বাড়তি পরিকল্পনা করছে বাবর আজমরা।
ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে পাকিস্তান দলপতি বলেন, ‘এটা ব্যক্তিগত কোনো খেলা নয়। দলের জন্য যেটা করলে ভালো হয় আমরা সেটাই করবো। দলের জন্য সেরা ব্যাটিং-বোলিং লাইন আপ নিয়েই মাঠে নামবো আমরা। বিরাট ভারতের সেরা খেলোয়াড় কিন্তু তাকে নিয়ে আমাদের কোন বাড়তি পরিকল্পনা নেই।’
কোহলিকে নিয়ে বাড়তি কোনো ভাবনার কথা না জানালেও তাকে ঘিরে পাকিস্তান যে পরিকল্পনা সাজাবে সেটা অনুমেয়। এদিকে দলের পেস বিভাগের অন্যতম সেরা বোলার হারিস রউফ বিশ্বকাপে থাকলেও ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে দলে নেই।
হারিসের না থাকার ব্যাখ্যায় বাবর বলেন, ‘হারিস যে এত দ্রুত ফিট হয়ে উঠবেন সেটা ভাবতে পারিনি। ওর ফিটনেস বেশ ভালো। বিশ্রাম থেকে ফিরলে শারীরিক ও মানসিকভাবে ভালো প্রভাব রাখা যায়।’
আরও পড়ুন: শেষ মুহুর্তের রোমাঞ্চের পর ৯ রানে জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৭মে২৪/এমএস/বিটি