
দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে প্রভাব পড়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রীড়া ক্ষেত্রেও। সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এরপর পাকিস্তান ঘোষণা দিয়েছিল আসন্ন এশিয়া কাপে ভারতে খেলতে যাবে না তারা। ক্রিকেটে পাকিস্তানের সেই হুমকি কতটা কার্যকর হবে জানা না গেলেও নমনীয় পথে হাটছে দেশটির হকি।
সোমবার (৩১ মার্চ) পাকিস্তান হকি ফেডারেশন নিশ্চিত করেছে যে তারা ২০২৫ সালের পুরুষদের হকি এশিয়া কাপে অংশ নিতে ভারতের বিহার রাজ্যের রাজগিরে যাবে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
» শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় ড্র, ফাইনালে রিয়াল মাদ্রিদ
» নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (২ এপ্রিল ২৫)
পাকিস্তান শেষবার ভারতের মাটিতে খেলেছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল। ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই রোমাঞ্চকর হয়। ২০২৩ সালে চেন্নাইতে আমরা দারুণ এক লড়াই দেখেছিলাম, এবারও রাজগিরে একই উত্তেজনা আশা করছি।’
এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেবে, যার মধ্যে ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া নিশ্চিতভাবে খেলবে। বাকি দুটি দল বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে। ভারত-পাকিস্তান হকির ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নতুন করে প্রাণ পেতে যাচ্ছে রাজগিরে। টুর্নামেন্টে দুই দলের সম্ভাব্য লড়াই হকি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৫/এফএএস
